বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > সুদীপ জৈন-সহ কমিশনের কর্তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের TMC প্রার্থীর স্ত্রী'র

সুদীপ জৈন-সহ কমিশনের কর্তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের TMC প্রার্থীর স্ত্রী'র

কাজল সিনহা। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল কাজল সিনহার।

করোনা আক্রান্ত হয়ে তৃণমূল প্রার্থীর মৃত্যুর ঘটনায় এবার কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনলেন তাঁর স্ত্রী নন্দিতা। বুধবার উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন ও নির্বাচন কমিশনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে খড়দহ থানায় অনিচ্ছাকৃত খুনের মামলায় দায়ের করলেন মৃত প্রার্থী কাজল সিনহার স্ত্রী। 

উল্লেখ্য, রবিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন কাজলবাবু। গত বুধবার করোনা নমুনার পরীক্ষার ফল থেকে জানা যায় তিনি করোনা পজিটিভ। বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় অর্থাৎ ২২ এপ্রিল খড়দায় ভোটগ্রহণ হয়। এর আগের দিনই কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। তিনদিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। গত রবিবার মৃত্যু হয় তাঁর।

কাজলের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছিলেন, ‘‌খুব, খুব দুঃখজনক ঘটনা। স্তম্ভিত। খড়দাতে আমাদের প্রার্থী কাজল সিনহা প্রয়াত হলেন কোভিডে। উনি নিজের জীবন মানুষকে সেবা করার জন্য নিয়োজিত করেছিলেন। টানা প্রচার করে গিয়েছেন। আমরা ওঁর অভাব বোধ করব। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’‌

এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে, ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে আগামী ১৯ মে।

 

বন্ধ করুন