বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > দলবদলের ঘটনা কী পিকে’‌র গেমপ্ল্যান?‌ কান্তির ফেসবুক পোস্টে তোলপাড় রাজনীতি

দলবদলের ঘটনা কী পিকে’‌র গেমপ্ল্যান?‌ কান্তির ফেসবুক পোস্টে তোলপাড় রাজনীতি

রায়দিঘি - কান্তি গঙ্গোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

এই পোস্ট করার পর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতির অলিন্দে।

এবার বিধানসভা নির্বাচনের ঠিক আগে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ করলেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। সোমবার গোধূলি লগ্নে তিনি নিজের ফেসবুকে দাবি করেন, ‘‌তৃণমূল কংগ্রেস থেকে ঝাঁকে ঝাঁকে নেতারা যে বিজেপিতে গিয়েছেন, সেটা আসলে ভোটকুশলী প্রশান্ত কিশোরের একটা ‘গেম প্ল্যান’। তাঁরা নির্বাচনে জিতে এলে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতই ধরবেন।’‌ এই পোস্ট করার পর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতির অলিন্দে।

প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী পুরোটাই সাজানো খেলা?‌ এই বিষয়ে নিজের ফেসবুকে কান্তিবাবু লেখেন, ‘‌প্রশান্ত কিশোরের গেম প্ল্যানে বিজেপি কাত। গত কয়েক মাস ধরে সম্পূর্ণ পরিকল্পনা করে অনেক তৃণমূল কংগ্রেস নেতাকে বিজেপিতে গুপ্তচর হিসাবে ঢোকানো হয়েছে। তার মধ্যে প্রায় ৯০ ভাগ বিজেপির টিকিটও পেয়েছে। এরা যদি জিতে আসে তাহলে আবার ঝাঁকের কই হিসাবে মাননীয়া দিদির হাত ধরবে। হায়রে মাথামোটা, মাথায় গোবর পোরা বিজেপির নেতারা প্রশান্ত কিশোরের এই গেম প্ল্যানটা আপনারা ধরতে পারলেন না? নাকি সেটাও সেটিং?’‌

কান্তির এই ফেসবুক পোস্ট কার্যত রাজনীতির ময়দান তোলপাড় করে দিয়েছে। সত্যি–মিথ্যে যাচাই করতে বিজেপি পর্যন্ত নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনা করে ফেলেছে। কারণ বাম ঘরানার বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা কোনও তথ্য ছাড়া কথা বলার লোক নন। তাই বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। এমনকী এই ফেসবুক পোস্টের পেছনে আসন কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে।

বন্ধ করুন