বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > কাশীপুর বিধানসভা কেন্দ্র ২০২১: ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে যাবতীয় তথ্য

কাশীপুর বিধানসভা কেন্দ্র ২০২১: ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে যাবতীয় তথ্য

আগামী ২৭ মার্চ প্রথম দফায় কাশীপুরে ভোট হবে। (ছবি সৌজন্য নিজস্ব চিত্র)

আগামী ২৭ মার্চ প্রথম দফায় কাশীপুরে ভোট হবে।

কাশীপুর বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপনকুমার বেলথারিয়া। বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন কমলাকান্ত হাঁসদা। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের মল্লিকা মাহাতো। 

১৯৫৬ সালে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমা পুরুলিয়া জেলা নামে বাংলায় অন্তর্ভুক্ত হয়। সেই থেকে এই জেলা এই রাজ্যের অঙ্গ। জেলার পূর্ব সীমান্তে পূর্ব বর্ধমান জেলা, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা এবং অপর তিনদিকে ঝাড়খণ্ড রাজ্য। কাশীপুর এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। আগামী ২৭ মার্চ প্রথম দফায় কাশীপুরে ভোট হবে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপনকুমার বেলথারিয়া জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ৮৭,৪৮৩৷ দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী সুদিন কিস্কু৷ তাঁর প্রাপ্ত ভোট ৬৭,৯০৫৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা৷ তাঁর প্রাপ্ত ভোট ১১,৪৮৫ হাজার৷ আগে এই কেন্দ্রটি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল৷ বর্তমানে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত রয়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এই আসন থেকে জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো৷

উল্লেখ্য, ১৯৯৬, ২০০১ ও ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী রবীন্দ্রনাথ হেমব্রম কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ১৯৯১ সালে সিপিআইএমের সুরেন্দ্রনাথ মাঝি কংগ্রেসের নন্দলাল সোরেনকে পরাজিত করেছিলেন। ১৯৮৭ সালে কংগ্রেসের অনিলবরণ মুর্মুকে, ১৯৮২ সালে কংগ্রেসের সুভাষচন্দ্র পাটারকে ও ১৯৭৭ সালে বিজেপির রামপদ মাঝিকে পরাজিত করেছিলেন তিনি।

১৯৭২ ও ১৯৭১ সালে কংগ্রেসের মদনমোহন মাহাতো ওই আসন থেকে জয়ী হয়েছিলেন। ১৯৬৯ সালে সিপিআইয়ের প্রবীরকুমার মল্লিক এই আসনে জয়ী হয়েছিলেন।১৯৬৭ সালে কংগ্রেসের এন.এস.দেও জয়ী হয়েছিলেন। ১৯৬২ সালে কংগ্রেসের বুধান মাঝি জয়ী হয়েছিলেন।১৯৫৭ সালে নির্দলের লেদু মাঝি এবং কংগ্রেসের বুধান মাঝি উভয়ই কাশীপুর যৌথ আসন থেকে জয়ী হয়েছিলেন। ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল। সেইসময় কাশীপুর তথা রঘুনাথপুর একটি যৌথ আসন ছিল। ১৯৫১ সালে কংগ্রেসের বুধান মাঝি ও নির্দলের আনন্দপ্রসাদ চক্রবর্তী উভয়ই এই আসনে জয়ী হয়েছিলেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.