
কলকাতা পুরসভার প্রশাসক খলিল আহমেদ, আজ শেষ নির্দেশিত সময়সীমা
১ মিনিটে পড়ুন . Updated: 22 Mar 2021, 01:19 PM IST- সরকারি নির্দেশিকা অনুযায়ী, যতদিন পর্যন্ত নির্বাচিত নতুন বোর্ড গঠন না হচ্ছে, ততদিন দায়িত্ব সামলাবেন তিনি।
নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুরসভার প্রশাসক পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। এবার কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদ। সরকারি নির্দেশিকা অনুযায়ী, যতদিন পর্যন্ত নির্বাচিত নতুন বোর্ড গঠন না হচ্ছে, ততদিন দায়িত্ব সামলাবেন তিনি। উল্লেখ্য, শনিবার নির্বাচন কমিশনের নির্দেশে মেয়াদ উত্তীর্ণ পুরসভা ও পুরনিগমে প্রাক্তন মেয়র বা নির্বাচিত জনপ্রতিনিধিকে প্রশাসক পদে বসানো হয়েছিল তাঁরা সেই পদে কাজ করতে পারবেন না।
এদিন নতুন প্রশাসক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। একুশের নির্বাচনের সময় পুরসভার প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে প্রভাব খাটাতে পারেন এই অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তারপরই এমন নির্দেশিকা জারি করে কমিশন। কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ছাড়াও আরও তিন সদস্য অতীন ঘোষ, দেবাশিস কুমার, দেবব্রত (মলয়) মজুমদার এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন।
এই বিষয়ে অতীন ঘোষ বলেন, ‘বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করার আগেই ফিরহাদ হাকিমকে প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হতো। তখনই নিয়মমাফিক বোর্ড ভেঙে যাবে। তাই, মনোনয়নপত্র পেশ করার জন্য আমাদের আর আলাদা করে পুরবোর্ড থেকে পদত্যাগ করতে হবে না।’