বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > শেষ তিন দফার ভোট একসঙ্গে হওয়ার সম্ভাবনা নেই, তৃণমূলের পরামর্শ খারিজ কমিশনের

শেষ তিন দফার ভোট একসঙ্গে হওয়ার সম্ভাবনা নেই, তৃণমূলের পরামর্শ খারিজ কমিশনের

শেষ তিন দফার ভোট একসঙ্গে হওয়ার সম্ভাবনা নেই, তৃণমূলের পরামর্শ খারিজ কমিশনের। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

কী কারণে সেই কাজ করা হচ্ছে না, তাও স্পষ্ট করে দিয়েছে কমিশন।

শেষ তিন দফার ভোট একসঙ্গে করার যাবতীয় সম্ভাবনা উড়িয়ে দেওয়া হল। তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে লেখা চিঠিতে জানিয়ে দেওয়া হল, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার ভোট একসঙ্গে করার যে পরামর্শ দেওয়া হয়েছিল, তা একেবারেই কার্যকরী নয়।

কী কারণে করোনাভাইরাস পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়া হচ্ছে না, তৃণমূল সাংসদকে সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের তুলনায় এবার বিধানসভা নির্বাচন প্রক্রিয়া কমদিন ধরে চলবে। গতবার ভোটপ্রক্রিয়া চলেছিল ৬৬ দিন। এবার তা কমে দাঁড়িয়েছে ৫২ দিন। সেইসঙ্গে গতবারের তুলনায় বুথের সংখ্যা এবার ৩২ শতাংশ বেড়েছে। পাশাপাশি চিঠিতে কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪ ধারায় প্রদত্ত ক্ষমতার প্রয়োগ করে মানুষের জমায়েত এড়াতে সকাল সাতটা থেকে ১০ টা পর্যন্ত প্রচারপর্বে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটের প্রচার শেষের সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে আগামী ২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছ'টা পর্যন্ত ২৯ এপ্রিল পর্যন্ত কোনও প্রচার হবে না। তাছাড়া যাবতীয় করোনা-বিধি মেনে চলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পর্যাপ্ত নির্দেশিকা দেওয়া হয়েছে।

কমিশনের চিঠিতে ডেরেককে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্বাচনের মতো বড়সড় প্রক্রিয়ার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হয়। সেই কর্মযজ্ঞে সামিল থাকেন অনেকে। একইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, তিন দফার নির্বাচনের জন্য ইতিমধ্যে যে ৫২ দিনের প্রচারের পাওয়া গিয়েছে বলে যুক্তি দিয়েছিলেন ডেরেক, তা বিভ্রান্তিকর। আইন মেনেও তা হবে না। কারণ নির্বাচনের নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনের ১৪ দিন পরে ভোট হতে হয়।তা প্রতিটি ভোটের জন্য প্রয়োজ্য।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

‘‌বড় পুজোর ভিড়ে গিয়ে গোলমালের অপচেষ্টা’‌, জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন কুণাল যত কাণ্ডে বিহারে! রঞ্জি শুরুর আগে তুমুল নাটক! অবশেষে আদালতের রায়ের পর দল ঘোষণা… রক্তঘাটের মঞ্জুলিকা কে―মাধুরী না বিদ্যা? ভুলভুলাইয়া ৩-র ট্রেলারে টলিউডের কাঞ্চন পুরুষদের জন্য এবারের পুজোয় কোন ১০ জিনিস মাস্ট? রইল নজরকাড়া স্টাইল টিপস দশেরায় রামপুরে ৮০ ফুট দূষণমুক্ত রাবনের মূর্তি, তৈরি করছেন এক মুসলিম পরিবার মুসলিমদের ছোঁয়া পেলে তবেই শুরু হয় পুজো, শ্রীরামপুরের গুরু বাড়ি আসলে কার বাড়ি অস্কারের হাত ধরে লালহলুদে রবিনহো? দল ছাড়ার কথা জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি প্রশাসনের অনুমতি মেলেনি, অসমাপ্ত দুর্গার সামনেই ‘শোক’ পালন রানাঘাটে আর যেতে হবে না পার্লার, বাড়িতেই ট্রাই করুন এই নজরকাড়া নেল আর্ট বারুইপুর লাইনে সকালে ৯ স্পেশাল ট্রেন চলবে, শিয়ালদা উত্তরও পেল ২টি, রইল টাইমটেবিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.