বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > 'আমি বাড়ছি মাম্মি', ভারত একটাই সিন্ডিকেট জানে - মোদী ও শাহ, সবথেকে বড় তোলাবাজ মোদী : মমতা

'আমি বাড়ছি মাম্মি', ভারত একটাই সিন্ডিকেট জানে - মোদী ও শাহ, সবথেকে বড় তোলাবাজ মোদী : মমতা

শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্য ভিডিয়ো)

মমতার অভিযোগ, দেশের সবকিছু 'বেচে' দিচ্ছেন মোদী।

বিধানসভা ভোটের আগেই ‘আক্রমণই সেরা রক্ষণ’-এর কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে বিজেপির আক্রমণের পালটা হিসেবে শিলিগুড়ির মিছিল শেষে অভিযোগ করলেন,  দেশের সবথেকে বড় ‘তোলাবাজ’ হলেন নরেন্দ্র মোদী। আর দেশে শুধুমাত্র মোদী-অমিত শাহ সিন্ডিকেট চলে।

রবিবার মোদীর ব্রিগেডের সভার প্রায় একই সময় রান্নার গ্যাস এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দার্জিলিং মোড় থেকে হিলকার্ট রোড ধরে হাসমিচক (ভেনাস মোড়) পর্যন্ত মিছিল করেন মমতা। সঙ্গে ছিলেন সাংসদ নুসরত জাহান, মিমি চক্রবর্তী, দোলা সেন, গৌতম দেবরা। মিছিল শেষে কড়া ভাষায় মোদীকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। বঙ্গে প্রচারের আসার আগে মোদীর কাছ থেকে কয়েকটি জবাবদিহিও চান। প্রশ্ন করেন, কেন রান্নার গ্যাসের দাম বাড়ছে? তেলের দাম বাড়ছে কেন? ৯০০ টাকা দিয়ে কেন গ্যাস কিনতে হচ্ছে? মমতা বলেন, ‘বাংলায় বিনামূল্যে চাল দেওয়া হয়। আর ফোটাতে গেলে ৯০০ টাকা। নরেন্দ্র মোদী আপনার দাম কত টাকা, এবার জিজ্ঞাসা করুন।’ 

সেই সময় দক্ষিণবঙ্গ থেকে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি এবং সিন্ডিকেটের অভিযোগ তুলেছিলেন মোদী। মমতা বলেন, ‘বাংলায় এসে শুধু বলেন তোলাবাজি। সবথেকে বড় তোলাবাজ তো আপনি। সেইল বিক্রিতে কত? একটা গরিব লোক তোলাবাজি করলে পাঁচ টাকা, ১০ টাকা, ৫০০ টাকা, আর আপনারা করলে আপনার আদানি বন্ধু, আপনারা করলে কত? রেল বিক্রি করলে কত তোলাবাজি হয়, সেইল বিক্রি করল কত? এয়ার ইন্ডিয়া বিক্রি করল কত হয়? কোল ইন্ডিয়া বিক্রি করল কত হয়? উজ্জ্বলা গ্যাস, কোথায় গেল উজ্জ্বলা? ক্যাগের রিপোর্টেও বলা হয়েছে যে উজ্জ্বলায় দুর্নীতি হয়েছে। উজ্জ্বলায় আপনার লোকেরা সব খেয়ে নিয়েছেন। গরমিল করেছেন। শুধু তোলাবাজি করেননি, কোটি কোটি টাকা খেয়ে নিয়েছেন।’ সঙ্গে যোগ করেন, ‘সিন্ডিকেট! সিন্ডিকেট কী? ভারত শুধু একটাই সিন্ডিকেট জানে, সেটা হল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সিন্ডিকেট। এছাড়া আর কোনও সিন্ডিকেট নেই।’

এবারের বাজেটে মোদী সরকার বিভিন্ন রাষ্ট্রয়ত্ত সংস্থার বিলগ্নিকরণের প্রস্তাব দিয়েছে, তা নিয়েও সরব হয়েছেন মমতা।  তিনি বলেন, ‘বাংলাকে সোনার বাংলা বানাব - দিল্লিকে তো বেচে দিয়েছেন। দিল্লির লালকেল্লা বেচে দিয়েছেন। ভারতীয় রেলওয়েকে বেচে দিয়েছেন। বিএসএনএলকে বেচে দিয়েছেন।  কোল ইন্ডিয়াকে বেচে দিয়েছেন। প্রতিরক্ষাকে বেচে দিয়েছেন। এয়ার ইন্ডিয়াকে বেচে দিয়েছেন। আর কী পড়ে আছে! শুধু নিজের নামে ভারতের নাম পালটাতে হবে?’ 

সেখানেই অবশ্য শেষ হয়নি মমতার কথার বাণ। মোদীকে তিনি হুঁশিয়ারি দেন, রান্নাঘরে গ্যাসের দাম বাড়লে বাংলার মহিলারা ‘ছেড়ে কথা বলবেন না’। মমতা বলেন, দেশের সবকিছু 'বেচে' দিচ্ছেন। শুধু ‘ মোদী বেড়ে যাচ্ছেন। দেখো, আমি বড় হচ্ছি। দেখো, আমি বাড়ছি মাম্মি। দেখুন আমি বাড়ছি। রান্নাঘরে আগুন জ্বলছে তো কী হয়েছে? আমি তো বাড়ছি, আমার তোলাবাজি বাড়ছে, আমার ধান্দাবাজি বাড়ছে।’ সঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেলের পরিবর্তে মোতেরার স্টেডিয়ামের নাম মোদীর নাম করা নিয়ে রীতিমতো ‘লজ্জিত’ বোধ করেন মমতা।

ভোটযুদ্ধ খবর

Latest News

আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.