বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > বোরো-আলু চাষের জমিতে পুরশুড়ায় মমতার সভা, অভিযোগ চাষিদের, নেই প্রবীর

বোরো-আলু চাষের জমিতে পুরশুড়ায় মমতার সভা, অভিযোগ চাষিদের, নেই প্রবীর

মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

বিস্তীর্ণ চাষজমির মধ্যে বিরাট এলাকা নিয়ে সভাস্থল এবং হেলিপ্যাড বানানোকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

গত লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা আসনে কোনওক্রমে মান বাঁচিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু পুরশুড়া বিধানসভা আসনে প্রায় ২৬,০০০ ভোটে পিছিয়ে ছিল। সোমবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হুগলি জেলার এই পুরশুড়ায় সেকেন্দারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দানে সভা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের। বিস্তীর্ণ চাষজমির মধ্যে বিরাট এলাকা নিয়ে সভাস্থল এবং হেলিপ্যাড বানানোকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। চাষিদের একাংশ জমি নষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন। জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তাঁরা স্বেচ্ছায় জমি ছেড়ে দিয়েছেন।

গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হুগলি জেলার এই পুরশুড়া। তার উপর প্রাক্তন তৃণমূল বিধায়ক পদ্মশিবিরে নাম লিখিয়েছেন। তার মধ্যেই সভা থেকে কী বার্তা দেবেন তৃণমূলনেত্রী সেদিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা। যে জমিতে সভা হবে, সেখানে চাষিদের একটা অংশ বোরো চাষের বীজতলা তৈরি করেছিলেন। অনেক চাষি আলুও বসিয়েছিলেন। তাঁদের অভিযোগ, তৃণমূল নেতাদের চাপে বোরো চাষের বীজতলা ছেড়ে দিতে হয়েছে। জমির আলুও অপরিণত অবস্থায় তুলে নিতে হয়েছে।

এক বোরো চাষি ক্ষোভের সঙ্গে জানান, ‘আমার বীজতলার উপর হেলিপ্যাড হয়েছে। ৫৩ শতক বীজতলার জন্য নেতারা ২,০০০ টাকা দিয়েছেন। ওই বীজ থেকে দেড় বিঘা জমিতে বোরো চাষ করি। বিঘাপিছু ধান ফলে ১২ কুইন্টাল করে। এক কুইন্টাল ধান বিক্রি করে ১,৪০০ টাকা পাই। জমিটারও দফারফা হয়ে গেল।’‌ এদিকে, পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সভায় থাকছেন না বেসুরো বিধায়ক প্রবীর ঘোষাল। তাঁর অভিযোগ, আজকের সভায় তাঁকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি। এমনকী আজকে তৃণমূলনেত্রীর জনসভার প্রস্তুতি বৈঠকেও তাঁকে ডাকা হয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তিনি থাকছেন না বলে স্পষ্ট জানালেন উত্তরপাড়ার বিধায়ক।

অন্যদিকে সিপিআইএমের পুরশুড়া এরিয়া কমিটির সম্পাদক ফারুক আহমেদ লস্কর বলেন, ‘তৃণমূল কংগ্রেস নিজেদের কৃষকদরদী হিসেবে তুলে ধরে। এখানে কয়েকজনকে সামান্য ক্ষতিপূরণ দিয়ে জোর করে জমি নেওয়া হয়েছে।’‌ তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের দাবি, ‘‌আমাদের নেত্রী কোনওদিন মানুষের কোনও অসুবিধা করেননি। আজও করছেন না।’‌ উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে হুগলিতে খারাপ ফলের পর তপন দাশগুপ্তকে সরিয়ে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবকে জেলা সভাপতি করে দল। তারপর থেকেই সংগঠনের কাজ নিয়ে মুখ খোলেন প্রবীর ঘোষাল, বেচারাম মান্না, অপরূপা পোদ্দাররা।

ভোটযুদ্ধ খবর

Latest News

ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি মমতা বন্দ্যোপাধ্যায় কি রোহিঙ্গা? প্রশ্ন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ‘‌বিজেপির ১০ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়’‌, বিস্ফোরক দাবি অভিষেকের গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? শামি 'আদ্যোপান্ত দুশ্চরিত্র'! অন্য 'মহিলাদের পিছনে ছুকছুক করতেন'! বেফাঁস হাসিন ভারতের চিকেন টিক্কা এবং পাও ভাজিতে মজেছেন SRH অধিনায়ক, এই দেশের আর কী মনে ধরেছে? কলকাতায় বড় বিপদ! বাড়িতে থাকলেও গরমে নিরাপদ নন এই সব অসুখে আক্রান্তরা 'কাজ করলে প্রচার কই'! ভোটারের প্রশ্নে মেজাজ হারালেন শতাব্দী, আঙুল উঁচিয়ে ধমক বক্তব্য রাখার সময় সভামঞ্চেই জ্ঞান হারালেন নীতীন গড়কড়ি, মহারাষ্ট্রে তোলপাড় ঘটনা

Latest IPL News

ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.