বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > স্ট্রেচারে করে এসএসকেএমের ভিতরে মমতা, গঠন ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড

স্ট্রেচারে করে এসএসকেএমের ভিতরে মমতা, গঠন ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড

চোটে কাতর মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্য পিটিআই)

গ্রিন করিডর করে তাঁকে কলকাতায় আনা হয়েছে।

নন্দীগ্রামে 'গুরুতর' চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাঁ পা, কপালে চোট লেগেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। মমতা অভিযোগ করেন, চার-পাঁচজন চক্রান্ত করে ধাক্কা মেরেছে। গ্রিন করিডর করে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর স্ট্রেচারে করে তাঁকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়। তাঁর জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর নন্দীগ্রামে এসে একাধিক মন্দিরে যান মমতা। বিকেলের দিকে রানিবাঁধের একটি মন্দিরে হরিনাম এবং সংকীর্তন শুনতে যান। একটি মহল থেকে জানানো হয়েছে, তিনি যখন মন্দির থেকে বেরোচ্ছিলেন, তখন ভিড়ের মধ্যে থেকে ধাক্কা দেওয়া হয়। তার জেরে মমতা মুখ থুবড়ে পড়ে যান। বাঁ-পায়ে আঘাত লাগে তাঁর। মাথায় এবং কপালেও চোট লাগে। নিরাপত্তারক্ষীরা তাঁকে কোনওক্রমে গাড়িতে নিয়ে যান। তারপর রেয়াপাড়ার কাছে ভাড়াবাড়ির দিকে রওনা দেয় মমতার কনভয়। কিন্তু বরুলিয়া বাজারের কাছে থেমে যায় গাড়ি। পায়ে যন্ত্রণা হওয়ায় তাঁর জন্য পাশের একটি দোকান থেকে বরফ নিয়ে আসা হয়। তাঁর পায়ে কাপড় বেঁধে দেওয়া হয়। যন্ত্রণা বাড়তে থাকায় তাঁকে পাঁজাকোলা করে গাড়ির পিছনের আসনে নিয়ে যাওয়া হয়। সেই অবস্থায় বাড়ির দিকে এগিয়ে যায় মমতার কনভয়। কিন্তু যন্ত্রণা আরও বাড়তে থাকায় চিকিৎসদের পরামর্শে কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন মমতা। নাহলে বুধবার তাঁর নন্দীগ্রামেই থাকার কথা ছিল।

যদিও সাংবাদিকদের মমতা বলেন, ‘আমি গাড়ির কাছে দাঁড়িয়ে নমস্কার করছিলাম। তখন চার-পাঁচজন লোক আচমকা দরজা বন্ধ করে দেয়। পায়ে পুরো আটকে গিয়েছিল। পা পুরো ফুলে গিয়েছে। অনেক মানুষ ছিলেন। কিন্তু তাঁরা করেননি। এটা চক্রান্ত তো বটেই। চক্রান্ত তো বটেই। পুলিশ সুপার ছিলেন না। সারাদিন অনুষ্ঠান করলাম। আমার বুকে ব্যথা হচ্ছে।’

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তিনি যে অভিযোগ করেছেন, তা অত্যন্ত গুরুতর অভিযোগ। উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত করা উচিত।’ যদিও বিজেপির সাংসদ অর্জুন সিং কটাক্ষ করেন, মুখ্যমন্ত্রী তো রাজ্যের পুলিশমন্ত্রী। তিনি যেখানে যান, তার দু'কিলোমিটার আগে থেকেই গাড়ি আটকে দেওয়া হয়। যদি কেউ ধাক্কা মেরে থাকেন, তাহলে তাঁর ফাঁসি হওয়া উচিত। সঙ্গে তিনি অভিযোগ করেন, মমতা আগেও মিথ্যা কথা বলেছেন। এখন হারবেন জেনে মিথ্যা কথা বলে সহানুভূতি নেওয়ার জন্য নাটক করছেন। একই সুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেন, রাজনৈতিক ভাবাবেগের জন্য রাজনৈতিক ‘ভণ্ডামি’ করছেন মমতা।

যদিও মমতার অভিযোগের পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান মমতা। তা সত্ত্বেও কীভাবে তাঁর নিরাপত্তা বলয় ভেদ করে কয়েকজন ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বলেন, 'এটা বড়সড় অভিযোগ। একজন মুখ্যমন্ত্রীর কাছে এত লোকজন কীভাবে আসতে পারেন? জেলা পুলিশ কী করছিল? জেলা পুলিশের তো মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট সুরক্ষা পরিকল্পনা থাকে। তারপরও কীভাবে হল?'  সূত্রের খবর, সেই ঘটনার ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন রাজ্য পুলিশের ডিজি নীরজনয়ন। তাঁর থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন বলে সূত্রের খবর।

ভোটযুদ্ধ খবর

Latest News

কোথায় বসছে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর? ঘুরে দেখুন রাজকীয় ভেনুর অন্দরমহল, খরচ কেমন? টাঙ্গাইল শাড়ি তুমি কার?‌ দু’‌দেশের মধ্যে রয়েছে দড়ি টানাটানি, জিআই তকমা বাংলাদেশে IPL-এ ২৫০ ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করল বেঙ্গালুরু, ছুঁল মুম্বইয়ের অনন্য নজির নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায়

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.