কাটমানি ও তোলাবাজির অভিযোগে দলের নেতাকর্মীদের পাশে দাঁড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির সাহাগঞ্জের ডানলপ ময়দানে তিনি কাটমানি ও তোলাবাজির নতুন সংজ্ঞা নিরুপণ করেন। সঙ্গে বিজেপিকে আক্রমণ করে বলেন, গ্রামের গরিব মানুষ ৫ টাকা, ১০ টাকা তোলে তাদের আপনারা বলেন তোলাবাজ?
এদিন মমতার সুর প্রথম থেকেই ছিল চড়া। প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানান তিনি। বলেন, ‘বাড়ির বউকে কয়লাচোর বলছে’। এর পর তিনি আসেন কাটমানি ও তোলাবাজি প্রসঙ্গে।
এদিন দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘কথায় কথায় বলে, তৃণমূল কংগ্রেস তোলাবাজ। আর আপনি কী? আপনি তো সব থেকে বড় দাঙ্গাবাজ। তোলা কী? তোলা তো তাকে বলে যারা ৫ টাকা, ১০ টাকা তোলে তাকে বলে তোলাবাজ। আর যারা কোটি কোটি টাকা তোলে তাদের কী বলে’?
মমতার যুক্তি, ‘যারা ৫ টাকা, ১০ টাকা গ্রামের গরিব মানুষ তোলে তাকে আপনারা বলেন তোলাবাজ। আর আপনারা যারা দেশকে দেশ বিক্রি করে দেন, কারখানাকে কারখানা বিক্রি করে দেন, কোটি কোটি টাকা কাটমানি খান তারা কী? গরিব লোকেরা খেলে হয় কাটমানি। আর আপনার মতো কোটিপতিরা খেলে হয় রাটমানি। নেংটি ইঁদুরের দল সব’।
বলে রাখি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও বিজেপির অন্যতম ইস্যু ছিল কাটমানি। ভোটে গেরুয়া শিবিরের কাছে ধরাশায়ী হওয়ার পর নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক দলীয় কর্মিসভায় তিনি কাটমানি ফেরতের নির্দেশ দিয়েছিলেন। তার পর জেলায় জেলায় সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি নেতাদের। বহু তৃণমূল নেতা দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন।