বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > 'রাতে বহরমপুরে থেকে ভোট লুঠের চক্রান্ত মমতার', কমিশনে নালিশ অধীরের

'রাতে বহরমপুরে থেকে ভোট লুঠের চক্রান্ত মমতার', কমিশনে নালিশ অধীরের

অধীর চৌধুরী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

অধীর আবেদন করেন, মুর্শিদাবাদের মানুষ যেন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।

ভোট লুঠের জন্য বহরমপুর বসে চক্রান্ত করবেন। কোয়ারেন্টাইনে বসেই শনিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুংকার ছাড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। শুধু অভিযোগ করেই ক্ষান্ত থাকেননি, নির্বাচন কমিশনকে অভিযোগপত্র পাঠিয়েছেন তিনি।

শনিবার নির্বাচন কমিশনের কাছে পাঠানো অভিযোগপত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘‌তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে রাত্রিবাস করে ভোট লুঠের চূড়ান্ত পরিকল্পনা করবেন। তিনি প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিকদের নির্দেশ দেবেন। তৃণমূলের গুণ্ডাবাহিনীকে ভোট লুঠের নির্দেশ দেবেন।’‌ ২০১৮ সালের পঞ্চায়েত ভোট ও ২০১৯ সালের লোকসভা ভোটের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, ওই দুই নির্বাচনের মতো একই কায়দায় ভোট লুঠের পরিকল্পনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনে চিঠি লিখে অধীর আবেদন করেন, মুর্শিদাবাদের মানুষ যেন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। তৃণমূলের সরকারি প্রশাসনকে কাজে লাগানোর 'অপচেষ্টা'-কে রুখে দেওয়ার দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

উল্লেখ্য, শনিবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সাংবাদিক বৈঠকে কমিশনের বিরুদ্ধে সরব হন মমতা। অভিযোগ করেন, ভোটের আগে পরিকল্পিতভাবে তৃণমূলকর্মীদের গ্রেফতার বা আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি কাগজ তুলে ধরে মমতা দাবি করেন, তাঁর কাছে নির্বাচন কমিশনের অধীনে থাকা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিন পর্যবেক্ষকের হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। তারপর থানা ঘেরাওয়ের নিদান করেন।

মমতা বলেন, ‘আমি বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ থেকে শুরু করে যাদের যেখানে ভোট আছে, সমস্ত জায়গায় সবাইকে অ্যালার্ট করব, এখন থেকে সতর্কতা নিন। একদিকে, কোভিডের লড়াই, অন্যদিকে ইলেকশন কমিশনের লোকেরা বিজেপির হয়ে যাতে ভোট করতে না পারে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি কাউকে বেআইনিভাবে আটকে রাখে পুলিশ, তাহলে তাঁর ছেলে-মেয়েরা রাতের বেলা থানায় গিয়ে বসে থাকবেন, থানা ঘেরাও করবেন এবং বলবেন বেআইনিভাবে আটক কেন করা হয়েছে, ব্যাখ্যা দাও এবং দরকার হলে কোর্টের কাছেও যেতে হবে।’

ভোটযুদ্ধ খবর

Latest News

জারি হল স্কুলের গরমের ছুটির বিজ্ঞপ্তি, সঙ্গে অতিরিক্ত ক্লাসের নির্দেশিকা গরমের মধ্যে মনখারাপ করবেন না, এখনই পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, মনটা জুড়িয়ে যাক 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি উইকেটের পিছনে দাঁড়িয়েই ব্যাটারদের সাজঘরে ফেরালেন, ছুঁয়ে ফেললেন কার্তিকের রেকর্ড আবিরকে সরিয়ে এবার সারেগামাপার সঞ্চালনার দায়িত্বে অনির্বাণ? মূল্যবৃদ্ধির হ্যাটট্রিক, আজ কলকাতার সোনার দোকানগুলিতে হিমালয়ের উচ্চায় গয়নার রেট এ বাবা! খাওয়ার টেবিলে গোটা বলিউড, লুকিয়ে নাক খুঁটছেন রবিনা, ধরা পড়লেন ক্যামরায় 'খুন করতে যাইনি, খালি...' সলমনের বাড়ির সামনে গুলি, ধরা পড়তেই সাফাই ২ অভিযুক্তর ‘অবৈধ ভাবে’প্রবেশ,আটক ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর আগেই মার্কিন হাসপাতালে মৃত্যু সিকিম ও অসমের ওপরে আছে ২টি ঘূর্ণাবর্ত, তাপপ্রবাহের থেকে রেহাই পাবে বাংলা?

Latest IPL News

2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.