বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > শুভেন্দুকে শেষ করতে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছেন মমতা, লকেটকে বললেন শিশির

শুভেন্দুকে শেষ করতে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছেন মমতা, লকেটকে বললেন শিশির

শান্তিকুঞ্জে তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে আলাপচারিতায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। 

লকেটদেবীকে বলতে শোনা যাচ্ছে, ‘উনি নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর ডিসিশনটা নিলেন কেন?’ সঙ্গে সঙ্গে শিশিরবাবু জবাব দেন, ‘শুভেন্দুকে শেষ করা।

শনিবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সাক্ষাৎ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। তখনই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ভিডিয়ো। কাঁথির শান্তিকুঞ্জ থেকে প্রকাশিত সেই ভিডিয়োয় বিস্ফোরক দাবি করতে শোনা যাচ্ছে শিশিরবাবুকে। লকেট চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চাঞ্চল্যকর সব দাবি করছেন তিনি। এর পর কি শিশিরবাবুকে বহিষ্কার করবে দল। সে প্রশ্নেরই ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছে তৃণমূলের জেলা সভাপতি। 

এদিন লকেটের সফর ছিল পূর্বঘোষিত। ফলে অতিথি আপ্যায়নের ষোলোআনা বন্দোবস্ত ছিল সেখানে। চিংড়ি মাছ থেকে মাংস, পদের ছড়াছড়ি ছিল মধ্যাহ্নভোজে। হাজির ছিলেন শুভেন্দু অধিকারী বাদ দিয়ে বাড়ির প্রায় সমস্ত সদস্যই। হাজির ছিলেন বাড়ির আরেক সাংসদ দিব্যেন্দু অধিকারীও। ৩০ মিনিট মতো শান্তিকুঞ্জে ছিলেন লকেট। বেরিয়ে এসে তিনি জানান, রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি। শিশিরবাবু বলেছেন, বাবা ছেলের পাশে থাকবে, ছেলেও বাবার পাশেই থাকবে। 

এর কিছুক্ষণ পর শান্তিকুঞ্জ থেকে প্রকাশ করা হয় একটি ভিডিয়ো। তাতে লকেট চট্টোপাধ্যায় ও শিশিরবাবুর কথোপকথনের কিয়দাংশ ধরা পড়েছে। সেখানে লকেটদেবীকে বলতে শোনা যাচ্ছে, ‘উনি নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর ডিসিশনটা নিলেন কেন?’ সঙ্গে সঙ্গে শিশিরবাবু জবাব দেন, ‘শুভেন্দুকে শেষ করা। ও আমার অভিষেককে শেষ করবে। আমি বেঁচে থাকতে ওকে শেষ করে যাই...’ এর পর শিশিরবাবুকে বলতে শোনা যায়, ‘ও ভয় দেখাচ্ছিল। যাতে শুভেন্দু পালিয়ে যায়।’

এদিন শিশির অধিকারীর সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র জানান, ‘দলকে সব জানিয়েছি। দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।’

এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে লড়াই ২ মহারথীর। বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেখানে প্রার্থী হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তো বটেই গোটা দেশের নজর এখন এই কেন্দ্রের দিকে। আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোটগ্রহণ। ২ মে জানা যাবে ফল।

 

ভোটযুদ্ধ খবর

Latest News

তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.