বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > বন সহায়ক নিয়ে কারসাজি, চুরি করে বিজেপিতে গিয়েছে: নাম না করে রাজীবকে বিঁধলেন মমতা

বন সহায়ক নিয়ে কারসাজি, চুরি করে বিজেপিতে গিয়েছে: নাম না করে রাজীবকে বিঁধলেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধুনা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

মুখ্যমন্ত্রী যদি রাজীবের এই কেলেঙ্কারির কথা জানতেনই তবে কেন ব্যবস্থা নেয়নি?‌ এদিন এই প্রশ্নই তুলেছেন রাজ্য বিজেপি–র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

ঘাসফুল শিবির ছেড়ে এখন পদ্মফুল শিবিরে নাম লিখিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তার পর এই প্রথম রাজীব–প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের সভায় নাম না করে অধুনা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মমতা বলেন, ‘‌বন সহায়ক পদ নিয়ে কারসাজি করা হয়েছে। চুরি করে বিজেপি–তে চলে গিয়েছে। রাজ্য সরকার তদন্ত করছে।’‌ এই অভিযোগের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

এদিন আলিপুরদুয়ারের সভার অন্তিম লগ্নে মুখ্যমন্ত্রী হঠাৎ রাজ্যের বন দফতরের বন সহায়ক পদে নিয়োগ নিয়ে হওয়া সমস্যার কথা তুলে ধরেন। তখনই তিনি নাম না করে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে বিরাট কেলেঙ্কারির অভিযোগ তোলেন। মমতা এদিন বলেন, ‘‌যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে, সে বন সহায়ক পদে নিয়োগ নিয়ে কিছু কারসাজি করেছে। আমাকে অনেকে এই অভিযোগ করেছে। আমরা সেটা তদন্ত করে দেখছি।’‌

রাজীবের নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কটাক্ষ, ‘‌ওই ছেলেটা বাইরে গিয়ে এখন অনেক বড় বড় কথা বলে। কিন্তু ও বন সহায়ক পদে নিয়োগ নিয়ে কী করেছে সেটা ওঁরা কাছে আগে জিজ্ঞাসা করুন। চুরি করে এখন বিজেপি–তে চলে গিয়েছে। কারণ, বিজেপি তো এখন ওয়াশিং মেশিন। কালো চোরগুলি বিজেপি–তে যায় আর ফর্সা হয়ে বেরিয়ে আসে। এটাই বিজেপি দলের কাজ। সব চোর, গুন্ডা, ডাকাতদের দলে নেয় আর বলে তৃণমূলকে হারাও। তৃণমূলকে অত সহজে হারানো যাবে না। তৃণমূলই ক্ষমতায় ফিরবে।’‌

মুখ্যমন্ত্রী যদি রাজীবের এই কেলেঙ্কারির কথা জানতেনই তবে কেন ব্যবস্থা নেয়নি?‌ এদিন এই প্রশ্নই তুলেছেন রাজ্য বিজেপি–র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘‌যদি মাননীয়া জানতেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত তবে তিনি কেন কোনও বন্দোবস্ত করেননি। কেন তিনি পুলিশকে জানাননি?‌ তার মানে তাঁর দলে থাকলে সেই চুরি মাফ?‌ আর যখন দল থেকে কেউ বেরিয়ে যান তখন বলে তদন্ত করা হবে। এ সব তো মানুষ দেখছে। সব বুঝতে পারছে।’‌

তৃণমূলে থাকার সময় রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো হয়ে পড়লে তাঁর সঙ্গে ঘন ঘন মিটিং করেন শাসকদলের শীর্ষ নেতৃত্ব। সেই কথাও এদিন তুলে ধরেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর প্রশ্ন, ‘‌রাজীব যদি সত্যিই এ সবের সঙ্গে যুক্ত, তা হলে তাঁকে দলে রাখার জন্য পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায়কে তাঁর কাছে পাঠিয়েছিলেন কেন?‌ কেন রাজীবের হাতে–পায়ে ধরে দলে রাখতে চাইছিলেন তিনি?’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

সাঁতারে অক্ষয়ের সঙ্গে চিটিং করলেন টাইগার, দেখুন কাণ্ড... তারার সৃষ্টি কোথা থেকে! ১০টি ছবি দেখিয়ে আভাস দিল নাসা ‘মানুষ নেমকহারাম নন’, শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই, আত্মবিশ্বাসী দীপ্সিতা মধ্যরাতে ঘরোয়া সেলিব্রেশন, বর নীলাঞ্জনকে জন্মদিনে বিগ সারপ্রাইজ দিলেন ইমন স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে জম্মুর বৈষ্ণো দেবী মন্দিরে, গান গাইলেন কপিল শর্মা আরাবুলকে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল, ভাঙড়ে সংগঠন ধরে রাখতে তৎপর শওকত দিল্লির রাস্তায় একের পর এক চলল গুলি, পুলিশের ASI-কে খুন করে আত্মঘাতী বন্দুকধারী আগামিকাল কি সুন্দর একটা দিন হবে আপনার জন্য? এখন থেকেই জানুন ১৭ এপ্রিলের রাশিফল ব্যালটে ভোটের সময় কী হত, সেটা ভুলে যাইনি, EVM-তে আস্থা SC-র, উঠে এল বাংলার কথাও নববর্ষে নিজেকে KIA Seltos উপহার দিলেন শ্রীলেখা, দেখুন ব্র্যান্ড নিউ গাড়ির ঝলক

Latest IPL News

অর্ধেক প্লেয়ার ইংরেজিই বোঝে না- RCB-র ব্যর্থতার গুরুতর দিকটি তুলে ধরলেন সেহওয়াগ ভারতীয় দল CSK-র মতো ড্যাডস আর্মি নয়, বুড়ো কার্তিককে T20 বিশ্বকাপে চান না ইরফান এক ঢিলে দুই পাখি, ইনস্টায় নির্মম রসিকতা কামিন্সের, নিশানায় ল্যাবুশান ও RCB-র মাঠ T20 WC-এর দলে থকাবেন হার্দিক? ২ ঘণ্টা বৈঠক রোহিত, দ্রাবিড়, আগরকরের- রিপোর্ট ‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স! এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.