বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ময়না বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে যাবতীয় তথ্য

ময়না বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে যাবতীয় তথ্য

আগামী ১ এপ্রিল ময়নায় ভোটগ্রহণ হবে। (ছবি সৌজন্য নিজস্ব চিত্র)

আগামী ১ এপ্রিল ময়নায় ভোটগ্রহণ হবে। 

এই বিধানসভায় এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সংগ্রামকুমার দলুই। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন কংগ্রেসের প্রার্থী মানিক ভৌমিক। 

মেদিনীপুর বিভাগের একটি জেলা পূর্ব মেদিনীপুর। এই জেলার উত্তরে হাওড়া জেলা রয়েছে। পূর্বে হুগলি নদী ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। আরও দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও ওড়িশা অবস্থিত। তমলুক এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। ময়না এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। আগামী ১ এপ্রিল ময়নায় ভোটগ্রহণ হবে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সংগ্রামকুমার দলুই জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ১০০,৯৮০৷ দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেসের মানিক ভৌমিক৷ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৮৮,৮৫৬৷ তৃণমূলের প্রার্থী সংগ্রামকুমার দলুই তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মানিক ভৌমিককে ১২,১২৪ ভোটে পরাজিত করেছিলেন।

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের শেখ মুজিবুর রহমান ২০৬ নম্বর ময়না কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রফুল্লকুমার বারাইকে পরাজিত করেছিলেন তিনি। ২০০১ সালের নির্বাচনে বামপ্রার্থী দীপক বেরা তৃণমূল কংগ্রেসের ভূষণচন্দ্র দোলাই ও ১৯৯৬ সালে কংগ্রেসের মানিক ভৌমিককে পরাজিত করেছিলেন।আবার ১৯৯১ সালে মানিকবাবু সিপিআইএমের দীপক বেরাকে পরাজিত করেছিলেন। ১৯৮৭ সালে সিপিআইএমের পুলিন বেরা পরাজিত করেন কংগ্রেসের রেখারানি দেবকে। ১৯৭৭ ও ১৯৮২ সালে সিপিআইএমের পুলক বেরা কংগ্রেসের ভূষণচন্দ্র দোলাইকে এই আসনে পরাজিত করেছিলেন।১৯৬৭, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৭২ সালে টানা চারবার সিপিআইয়ের কানাইলাল ভৌমিক এই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৫৭ ও ১৯৬২ সালে কংগ্রেসের অনঙ্গমোহন দাস ময়না আসন থেকে জয়ী হয়েছিলেন। দেশের প্রথম নির্বাচনে সিপিআইয়ের কানাইলাল ভৌমিক ময়না আসন থেকে জয়ী হয়েছিলেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.