বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > বাংলায় 'অত্যন্ত জনপ্রিয় মোদী, মমতার মতো জনপ্রিয়তা', পিকের ‘স্বীকারোক্তির’ অডিয়ো প্রকাশ বিজেপির

বাংলায় 'অত্যন্ত জনপ্রিয় মোদী, মমতার মতো জনপ্রিয়তা', পিকের ‘স্বীকারোক্তির’ অডিয়ো প্রকাশ বিজেপির

প্রশান্ত কিশোর এবং নরেন্দ্র মোদী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

প্রশান্ত (বিজেপির দাবি) বলেন, '১০ শতাংশ, ২০ শতাংশ, ২৫ শতাংশ - এমন লোক আছেন, যাঁরা মোদীর মধ্যে ভগবান দেখতে পান।'

বাংলায় অত্যন্ত জনপ্রিয় নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলায় তাঁর জনপ্রিয়তা আছে। সে কথা নাকি স্বীকার করেছেন খোদ তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী প্রশান্ত কিশোর। একাধিক অডিয়ো টেপ (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রকাশ করে এমনই দাবি করল বিজেপি।

শনিবার সকালে ভোট-পর্ব শুরুর ঠিক ১৮ মিনিট পরেই টুইটারে একাধিক অডিয়ো টেপ (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রকাশ করেন বিজেপির কেন্দ্রীয় আইটি সেলের প্রধান তথা রাজ্যের সহ-পর্যবেক্ষক অমিত মালবিয়া। একটি অডিয়ো টেপে একজনকে প্রশ্ন করতে শোনা যায়, কেন বাংলায় জনপ্রিয় মোদী? অপর একজন প্রশ্ন করেন, অর্থনীতির অবস্থা ‘খারাপ’ হলেও মোদী সরকারের বিরুদ্ধে হাওয়া আছে কিনা?

সেই জোড়া প্রশ্নের উত্তরে প্রশান্ত (বিজেপির দাবি) বলেন, ‘পুরো দেশেই মোদীর একটা ছবি তৈরি হয়েছে। সংখ্যাটা হেরফের হতে পারে। তবে ১০ শতাংশ, ২০ শতাংশ, ২৫ শতাংশ - এমন লোক আছেন, যাঁরা মোদীর মধ্যে ভগবান দেখতে পান। সেটা সঠিক না ভুল - তা আলাদা বিতর্কের বিষয়। বিশেষত এখানকার (বাংলার) যাঁরা হিন্দিভাষী, তাঁরা হলেন মোদীর সমর্থনের মূল ভিত্তি। প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া আছে রাজ্য সরকারের বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে নেই। আর মোদী এখানে জনপ্রিয়, ব্যাপক জনপ্রিয়। আমরা যদি নেতাদের বিষয়ে সমীক্ষা করি, তাহলে মোদী আর মমতা একইরকমভাবে জনপ্রিয়। যা বড়সড় বিষয়। মোদী খুব জনপ্রিয়।’

কী কারণে মোদী জনপ্রিয় এবং মোদীন জনসভায় কেন ভিড় ভালো হচ্ছে, সেই ব্যাখ্যাও দেন প্রশান্ত (বিজেপির দাবি মতো)। তিনি বলেন, 'বাংলা এখন বিজেপির স্বাদ পায়নি। ওটা একটা ফ্যাক্টর তো বটেই। ৩০-৩৫ বছর ধরে যাঁরা দেখেনি, তাঁদের মনে হয়, বিজেপি এমন একটা দল, এমন কিছু করে দেবে, যা আগে আমরা পাইনি। তাই যে লাড্ডু খাওয়া হয়নি - বিষয়টা সেরকম। ওটা দেখতে চাইছেন মানুষ,  বুঝতে চাইছেন। ওটা ফ্যাক্টর।' সেই বক্তব্যের পর অডিয়োয় সামান্য সমস্যা হয় (সম্ভবত এডিটিংয়ের জন্য, বিজেপির তরফে নিশ্চিত করা হয়নি)। তারপর পিকেকে (বিজেপির দাবি) বলতে শোনা যায়,  মোদীর জনসভায় ভিড় হচ্ছে কারণ ভালোরকমভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মোদী জনপ্রিয় তো বটেই, সেটায় কোনও দ্বিমত নেই। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ আছে, সেটা একটা ফ্যাক্টর। মেরুকরণ আছে, সেটা একটা ফ্যাক্টর। আর মোদীর জনপ্রিয়তা।'  

নির্বাচনের দিন সেই ‘স্বীকারোক্তি’ নিয়ে চুপ করে বসে নেই বিজেপি।যথারীতি আসরে নেমেছে গেরুয়া শিবির। চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, 'প্রশান্ত কিশোরও জানেন যে মোদীজি হলেন সেরা। তাঁর নেতৃত্বেই সোনার বাংলা গড়ে উঠবে। কিন্তু মানুষকে বোকা বানাতে উনি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছেন।'

তবে সেই অডিয়ো ক্লিপের সত্যতা নিয়ে কোনও মন্তব্য করেননি খোদ প্রশান্ত। সংবাদসংস্থা এএনআইকে তিনি শুধু বলেন, 'আমি খুশি যে নিজেদের নেতাদের তুলনায় আমার ক্লাবহাউস চ্যাটকে বেশি গুরুত্বের সহকারে দেখছেন। আংশিক কথোপকথনের প্রকাশের পরিবর্তে পুরো কথোপকথন প্রকাশ করার আর্জি জানাচ্ছি।'

ভোটযুদ্ধ খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.