বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > রাত পোহালেই ভোট, দিন বদলের স্বপ্ন কি আজও দেখে নকশালবাড়ি?

রাত পোহালেই ভোট, দিন বদলের স্বপ্ন কি আজও দেখে নকশালবাড়ি?

রাত পোহালেই ভোট, দিন বদলের স্বপ্ন কি আজও দেখে নকশালবাড়ি? (নিজস্ব ছবি)

কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল। কৃষক হত্যা। কৃষক আন্দোলন। সমাজ বদলের স্বপ্ন। নকশালবাড়িতে কান পাতলে আজও কি শোনা যায় সেই ফেলে আসা অতীত? কানু সান্যালের গ্রামে নাকি আরএসএসের দাপট? গেরুয়ার দাপট?

শিলিগুড়ি থেকে বাসে চেপে প্রায় ২০ কিলোমিটার গেলে হাতিঘিষা স্টপেজ। পিচঢালা রাস্তা থেকে নেমে গ্রামের রাস্তা ধরে কিছুটা এগোলেই সেবদেল্লা জোত। এখানেই নকশাল নেতা প্রয়াত কানু সান্যালের বাড়ি। আজ প্রায় ১১ বছর হল তিনি নেই। ২০১০ সালের ২৩শে মার্চ বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। সেই বাড়ি আজও রয়েছে।  যৎসামান্য জিনিসপত্রও রয়েছে। গ্রামের মানুষ আজও বুক দিয়ে আগলে রাখেন মাটির দাওয়া, টিনের চালের ছোট্ট বাড়িটাকে। সংগঠনের কার্যালয় হিসাবেই পরিচিত এই বাড়ি। কানু সান্যালের স্মৃতিতে সংগ্রহশালা হওয়ার কথা হয়েছিল এখানে। সেই কাজও অনেকটাই বাকি থেকে গিয়েছে। গেরিলা বাহিনী, কৃষক আন্দোলন সবই কার্যত আজ অতীত।  রাত পোহালেই ভোট এই গ্রামে। প্রসাদুজোত, বেঙ্গাইয়াজোত, মেচি বস্তিতে ভোটের হাওয়া।।মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের আওতায় এই গ্রাম। পাশেই ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র। ভোট সেখানেও। ফাঁসিদেওয়া কেন্দ্রে সিপিআইএম(লিবারেশন) প্রার্থী দিয়েছে। নকলাশবাড়িতে কোনও প্রার্থী নেই তাদের। কেন নেই? এই প্রশ্নও উঠেছে ভোটপর্বে।

১৯৬৭ সালের ২৫শে মে। কৃষকদের অধিকার রক্ষার দাবিতে গর্জে উঠেছিল নকশালবাড়ি। বাসিন্দাদের একাংশের মতে, সেসময় পুলিশ হত্যার অভিযোগ উঠেছিল। পরের দিনই পুলিশ নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ। প্রাণ গিয়েছিল কৃষকের, প্রাণ গিয়েছিল কৃষক রমণীর, শিশুর। সেই শুরু। নকশালবাড়ির  আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল গোটা দেশ জুড়ে। সমাজ বদলের স্বপ্ন দেখেছিলেন তৎকালীন যুব সমাজের অনেকেই। এরপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সেই আন্দোলনের আগুন আজ অনেকটাই নিভেছে নকশালবাড়িতে।

রাজনৈতিক মহলের মতে, অতি বাম আন্দোলনের সেই সূতিকাগারে এখন নাকি আরএসএসের শক্তিশালী সংগঠন। বছর কয়েক আগে এই নকশালবাড়িতে পাত পেরে খেয়েছিলেন অমিত শাহ। ২০১৪ সালে হাতিঘিষাতে গিয়ে আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলার জন্য দত্তক নিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া। কথা ছিল ডিজিটাল গ্রাম হবে এখানে। বাসিন্দাদের একাংশের দাবি সেই স্বপ্ন আজও স্বপ্নই থেকে গিয়েছে। ঠিক যেভাবে দিন বদলের স্বপ্ন আজও স্বপ্নই থেকে গিয়েছে অনেকের কাছে। চারদিকে শুধুই অনুন্নয়ন। এনিয়ে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে।

রাজনৈতিক মহলের মতে, অতি বাম আন্দোলনের সেই সূতিকাগারে এখন নাকি আরএসএসের শক্তিশালী সংগঠন। বছর কয়েক আগে এই নকশালবাড়িতে পাত পেরে খেয়েছিলেন অমিত শাহ। ২০১৪ সালে হাতিঘিষাতে গিয়ে আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলার জন্য দত্তক নিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া। কথা ছিল ডিজিটাল গ্রাম হবে এখানে। বাসিন্দাদের একাংশের দাবি সেই স্বপ্ন আজও স্বপ্নই থেকে গিয়েছে। ঠিক যেভাবে দিন বদলের স্বপ্ন আজও স্বপ্নই থেকে গিয়েছে অনেকের কাছে। চারদিকে শুধুই অনুন্নয়ন। এনিয়ে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। |#+|

বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই অনেক কিছু করা যায়নি। বিজেপির বিরুদ্ধে পালটা ভাঁওতাবাজির অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। আর সেই দিন বদলের স্বপ্ন, সেই সমাজ বদলের স্বপ্ন প্রসঙ্গে অপর নকশাল নেতা প্রয়াত চারু মজুমদারের পুত্র তথা সিপিআইএম(লিবারেশন) দার্জিলিং জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার বলেন, এখন তো ওখানে কৃষিই পেছনের সারিতে চলে গিয়েছে। তবে শ্রমিকের স্বার্থে আন্দোলন জারি রয়েছে।  ওই সমস্ত এলাকায় এখন আরএসএসের কিছুটা দাপট রয়েছে। আদর্শ গ্রামও হয়নি। কানুবাবুর ওই আন্দোলনক্ষেত্রে এখন পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি।  মানুষই তা প্রতিরোধ করবে।

ভোটযুদ্ধ খবর

Latest News

SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? বর্ষায় স্বাভাবিকের বেশি বৃষ্টি, তার আগে বৈশাখে ভাজাভাজা হবে বাংলা: IMD বউকে পাশে নিয়ে কেক কাটলেন নীলাঞ্জন, বরকে জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন ইমন রামনবমী বন্ধ করার সব ষড়যন্ত্র করেছিল TMC, মমতার আর্জির পরই বালুরঘাটে দাবি মোদীর ভোটের আবহে চরমে বিভ্রান্তি সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘিরে! কলকাতা মেট্রোর ১ মাসের যাত্রী সংখ্যা টক্কর দেবে বন্দে ভারতের পরিসংখ্যানকে? টেলিগ্রাম অ্যাপে গ্রুপ খুলে চলত কথা, রামেশ্বরম কাফে বিস্ফোরণে নয়া তথ্য পেল এনআইএ ওড়িশায় দুর্ঘটনা, উদ্ধারের তদারকিতে সুজিতকে পাঠালেন মমতা, নিয়ম মেনে ক্ষতিপূরণ ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ KKR-এর ওপেনিং জুটি, RR-এর বোলিং বিভাগ,সঞ্জু-রিয়ানদের ছন্দ- হতে পারে বড় ফ্যাক্টর

Latest IPL News

SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের ১০৮ মিটারের বিশাল ছক্কা কার্তিকের, চোখ কপালে তুললেন কামিন্স, হল রেকর্ডও- ভিডিয়ো চোখে মুখে রাগ,অভিমান, যন্ত্রণা স্পষ্ট,টানা পাঁচ ম্যাচ হারের পর হতাশ বিরাট-ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.