বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ‌'মোদীর মতো চালাক রাজনীতিবিদ দেখিনি', তোপ গুরুঙের

‌'মোদীর মতো চালাক রাজনীতিবিদ দেখিনি', তোপ গুরুঙের

বিমল গুরুং। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

গুরুঙের দাবি, ইস্তাহারে লিখেও পাহাড়ের স্থায়ী সমাধান করেনি বিজেপি। সাত বছর হয়ে গেল। কিছুই করেননি তাঁদের জন্য।

'নরেন্দ্র মোদীর মতো চালাক রাজনীতিক আমি জীবনে দেখিনি। বিজেপিকে এই রাজ্য থেকে উপড়ে ফেলতে হবে।' বৃহস্পতিবার এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ শানালেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। একইসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিমল গুরুং বলেন, ‘‌আমরা পাহাড়ে স্থায়ী সমাধান চাই। নেত্রী আমাদের কথা শুনেছেন। সমস্যার সমাধান করবেন। তৃণমূল নেত্রীর প্রতি আমাদের আস্থা আছে।’

‌পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এলাকায় তৃণমূল প্রার্থী দীনেন রায়ের সমর্থনে প্রচার ও জনসভা করেন বিমল গুরুং। এই এলাকার সালুয়া, গোপালি, প্রেম বাজার এলাকায় প্রচুর নেপালি ভাষাভাষী মানুষ বাস করেন। এই এলাকায় প্রচার করে বিমল গুরুং তৃণমূল প্রার্থীকে জেতানোর আহ্বান জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বলেন, ‘‌বিজেপি আমাদের ধোঁকা দিয়েছে। পাহাড়ের স্থায়ী সমাধানের কথা ইস্তাহারে লিখেও করেননি। সাত বছর হয়ে গেল। কিছুই করেননি আমাদের জন্য। তৃণমূল নেত্রীর সঙ্গে আমার এক সপ্তাহ আগেও কথা হয়েছে। তিনি এখানকার মানুষদের সমস্যা সমাধানের কথা বলেছেন।এখানকার যিনি প্রার্থী আছেন, তিনি এখানে অবশ্যই জিতবেন। নির্বাচনের পর আমরা এদের নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাব।’

‌রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি যে প্রচারে যাবেন, সেই কথাও স্পষ্ট করে দেন বিমল গুরুং।তিনি বলেন, 'তৃণমূলের সঙ্গে আমাদের জোট রয়েছে। তৃণমূল নেত্রী উত্তরবঙ্গে প্রচারে যাবেন।আমিও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচার করতে যাব। যেখানে যেখানে আমাদের শক্তি আছে, সেখানে প্রচার চালাব।'

বন্ধ করুন