বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

২২ এপ্রিল নোয়াপাড়ায় ভোট। (নিজস্ব ছবি)

এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন মঞ্জু বসু। এই আসনে বিজেপির তরফে দাঁড়িয়েছেন সুনীল সিং। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন কংগ্রেসের শুভঙ্কর সরকার। 

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র উত্তর ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি উত্তর ব্যারাকপুর পুরসভা, গারুলিয়া পুরসভা, ইছাপুর প্রতিরক্ষা এস্টেট, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট মোহনপুর এবং সেউলি গ্রামপঞ্চায়েত গুলি ব্যারাকপুর-২ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত রয়েছে। এই কেন্দ্রটি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

২০১৮ সালে এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছ। কারণ, মধুসূদন ঘোষের মৃত্যুর পর নোয়াপাড়া বিধানসভা আসনটি খালি ছিল। ২০১৮ সালের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল সিং ও গারুলিয়া পুূরসভার চেয়ারম্যান ১,০১,৭২৯ ভোটের রেকর্ড ভাঙেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সন্দীপ বন্দোপাধ্যায়কে ৬৩,০১৮ ভোট অর্থাৎ ৫৩.৫১ শতাংশের ব্যবধানে পরাজিত করেছিলেন। এরপর সুনীল সিং কংগ্রেসের আসনটি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

২০১৬ সালের নির্বাচনে কংগ্রেসের মধুসূদন ঘোষ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের মঞ্জু বসুকে পরাজিত করেছিলেন। কিন্তু মধুসূদন ঘোষের মৃত্যুতে পুনরায় নির্বাচন হয়। ২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের মঞ্জু বসু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের কে.ডি.ঘোষকে এই আসনে পরাজিত করেছিলেন। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের কুশধ্বাজ ঘোষ নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের মঞ্জু বসুকে এই আসনে পরাজিত করেছিলেন। ২০০১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মঞ্জু বসু সিপিআইএমের মদনমোহন নাথকে পরাজিত করেছিলেন।

১৯৯৬ সালে সিপিআইএমের মদনমোহন নাথ কংগ্রেসের শ্রীশ দাস ও ১৯৯১ সালে কংগ্রেসের অনন্ত রায়কে হারিয়ে দেন। আবার ১৯৮৭ সালে সিপিআইএমের যামিনীভূষণ সাহা কংগ্রেসের শ্রী দাস, ১৯৮২ সালে আইসিএসের অপূর্ব ভট্টাচার্য ও ১৯৭৭ সালে কংগ্রেসের অপূর্ব ভট্টাচার্যকে এই আসনে পরাজিত করেছিলেন। তার আগে ১৯৭২ সালে এই আসনে জিতেছিলেন কংগ্রেসের শুভেন্দু রায়।আবার তারও আগে ১৯৭১ ও ১৯৬৯ সালের নির্বাচনে এই আসনে জিতেছিলেন সিপিআইএমের যামিনীভূষণ সাহা। তার আগেরও ইতিহাস রয়েছে। ১৯৬৭ সালে কংগ্রেসের শুভেন্দু রায় এই আসনে জয়ী হয়েছিলেন। আবার ১৯৬২ সালে সিপিআইয়ের যামিনীভূষণ সাহা জিতেছিলেন। ১৯৫৭ সালে পিএসপি প্রার্থী পঞ্চানন ভট্টাচার্য নোয়াপাড়া আসনেজিতেছিলেনন। তবে এর আগে কেন্দ্রটি ছিল না।

ভোটযুদ্ধ খবর

Latest News

পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.