বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > শীতলকুচির এক নিহতের ময়নাতদন্তের রিপোর্টে নেই গুলির ক্ষত, আঘাত মাথায়

শীতলকুচির এক নিহতের ময়নাতদন্তের রিপোর্টে নেই গুলির ক্ষত, আঘাত মাথায়

গত ১০ মার্চ শীতলকুচির ১২৬ নম্বর বুথের সামনে রাজ্য় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

নিহতদের ময়নাতদন্ত রিপোর্ট পেল পরিবার, উঠছে একাধিক প্রশ্ন।

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় নিহত চারজনের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেল তাঁদের পরিবার। বুধবার পুলিশ প্রশাসনের তরফে সরকারিভাবে নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, নিহতদের মধ্যে এক জনের দেহে গুলির আঘাত পাওয়া যায়নি। পাওয়া গিয়েছে স্প্লিন্টারের আঘাত! ‌এছাড়াও মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছ।

ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, নিহতদের মধ্যে ৩ জন মণিরুল মিয়াঁ, হামিদুল মিয়াঁ ও নুর ইসলাম মিয়াঁর মৃত্যু গুলিতে হয়েছে। কিন্তু আবার ওই রিপোর্টেই দেখা গিয়েছে যে, চতুর্থ জন সমিউল মিয়াঁর মৃত্যু গুলি লেগে হয়নি। তাঁর ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, সামিউলের বুকে ‘‌স্প্লিন্টারের’‌ আঘাতের ক্ষত রয়েছে।শুধু তাই নয়, তাঁর মাথায় ভোঁতা কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। 

আবার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, মৃতদের মধ্যে একজনের পিঠে গুলি লেগেছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশনের দাবি মতো কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষায় গুলি চালালে, কী করে পিঠে গুলি লাগল?ময়নাতদন্তের রিপোর্ট জানাচ্ছে, নিহত হামিদুল মিয়াঁর পিঠে গুলি গেলেছে। মণিরুল মিয়াঁ ও নুর ইসলাম মিয়াঁর বুকে গুলি লেগেছে। গুলি চালানো হয়েছে মাত্র ১০ মিটার দূর থেকে।

সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালালে হামিদুল মিয়াঁর পিঠে গুলি লাগে কীভাবে? সামিউলের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করার পিছনে কে রয়েছে। কেনই বা তার দেহে স্প্লিন্টারের ক্ষত? ১০ মিটার দূর থেকে গুলি চালালে, বুকে গুলি লাগল কেন। কারণ, এই দূরত্বে পা লক্ষ্য করে গুলি চালানো নিয়ম।

ইতিমধ্যেই পুলিশের কাছ থেকে শীতলকুচি-কাণ্ডের তদন্তের ভার সিআইডি নিয়েছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন সিআইডিয়ের তদন্তকারী অফিসাররা। পাশাপাশি, ১০ এপ্রিলের গুলিচালনার ঘটনা নিয়ে শুরু হয়েছে পৃথকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্তরের তদন্ত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্তরের তদন্তের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক রিনা জোশী মঙ্গলবার ১২৬ নম্বর বুথের ঘটনার দিন কর্তব্যরত ৪ জন ভোটকর্মী এবং একজন আশা কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে ‘কষ্ট’ দূর করলেন মমতা! উপ-নির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দিল তৃণমূল, ভগবানগোলায় কে? নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.