
মুখ্যমন্ত্রীর আচরণে ব্যথিত নন্দীগ্রাম, দাবি কৈলাসের
১ মিনিটে পড়ুন . Updated: 12 Mar 2021, 06:26 PM IST- এদিন কৈলাস বলেন, ঘটনার পর আমি নন্দীগ্রামে না গেলেও খবর নিয়েছি। জেনেছি ওখানকার মানুষ মুখ্যমন্ত্রীর অভিযোগে আহত ও ক্ষুব্ধ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে ব্যথিত নন্দীগ্রামের মানুষ। শুক্রবার শিলিগুড়িতে বসে এমনই দাবি করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর দাবি, নির্বাচনে এর জবাব দেবে নন্দীগ্রাম।
এদিন কৈলাস বলেন, ঘটনার পর আমি নন্দীগ্রামে না গেলেও খবর নিয়েছি। জেনেছি ওখানকার মানুষ মুখ্যমন্ত্রীর অভিযোগে আহত ও ক্ষুব্ধ। কেউ মুখ্যমন্ত্রীকে স্পর্শ পর্যন্ত করেননি। অথচ তাঁদের বিরুদ্ধেই আহত করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।
বুধবার সন্ধ্যায় ভোটপ্রচারের সময় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর সংবাদমাধ্যমকে তিনি জানান, চক্রান্ত করে কয়েকজন যুবক তাঁর গাড়ির দরজা চেপে দিয়েছে। যার ফলে আহত হয়েছেন তিনি। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লোহার খুঁটিতে গাড়ির দরজা আঘাত লেগে ফিরে যাওয়ায় মুখ্যমন্ত্রীর আঘাত লেগেছে। কেউ তাঁকে স্পর্শও করেননি।