বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ‘‌রাজ্যের মানুষ ভয়ে কথা বলতে পারছেন না’‌, রাজ্যপালের বিস্ফোরক মন্তব্যে সংঘাত

‘‌রাজ্যের মানুষ ভয়ে কথা বলতে পারছেন না’‌, রাজ্যপালের বিস্ফোরক মন্তব্যে সংঘাত

মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনখড় (ফাইল ছবি)  (PTI)

রাজ্যের মানুষ ভয়ে কথা বলতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

আবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল প্রকাশ্যে মমতা সরকারের প্রশাসন নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্যের মানুষ ভয়ে কথা বলতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি। পাল্টা রাজ্যপালকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস সাংসদ বলেছেন, রাজ্যপালের পোশাক পরে ভয় দেখাচ্ছেন ধনখড়। এই নিয়ে একদিকে রাজ্য–রাজনীতিতে জোর তরজা শুরু হলেও অন্যদিকে হাসির রোলও উঠেছে।

আগেও রাজ্যপালের মন্তব্য এবং টুইটে রাজভবন–নবান্ন সংঘাত দেখা গিয়েছিল। এখন দুয়ারে বিধানসভা নির্বাচন। তাই রাজ্যপালের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা। এবারে আক্রমণের মাত্রা বাড়িয়ে রাজ্যপাল বলেন, ‘‌স্বাধীনতার অর্থ ভয় থেকে মুক্তি, গণতন্ত্র মানেও ভয় থেকে মুক্তি, আইনের শাসন মানে ভয় থেকে মুক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভয়মুক্ত নই। কারণ ভয় এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ভয়ের আবহ নিয়ে কথা বলতেও মানুষ ভয় পান। যা খুবই দুঃখজনক। পশ্চিমবঙ্গের মতো সাংস্কৃতিক এক রাজ্যে মানুষজন ভয়মুক্ত নন।’‌ এই মন্তব্য সরাসরি ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর কৌশল বলে মনে করা হচ্ছে।

যার পাল্টা তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, ‘‌আগেও বলেছি, আবারও বলছি রাজ্যপাল এসব কথা বন্ধ করুন।’‌ এই মন্তব্যের পর পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌রাজ্যের মানুষ যত না ভয় পেয়ে আছেন তার থেকে অনেক বেশি মানুষকে ভয় পাইয়ে দিচ্ছেন রাজ্যপাল। রাজ্যপালের পোশাক পরে মানুষের মনে ভীতি তৈরি করে দিচ্ছেন রাজ্যপাল।’‌

বন্ধ করুন
Live Score