বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > দীর্ঘ টানাপোড়েনের পর রাকেশ সিংয়ের বাড়িতে ঢুকল পুলিশ

দীর্ঘ টানাপোড়েনের পর রাকেশ সিংয়ের বাড়িতে ঢুকল পুলিশ

ফাইল ছবি

এদিন পুলিশ আধিকারিকদের বাড়িতে ঢুকতে বাধা দেন রাকেশ সিংয়ের আত্মীয়রা। সার্চ ওয়ারেন্ট দেখতে চান তাঁরা। সার্চ ওয়ারেন্ট দেখাতে না পারায় দরজা আগলে দাঁড়িয়ে থাকেন তাঁরা।

প্রায় আড়াই ঘণ্টা দড়ি টানাটানির পর বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে ঢুকলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। মাদক মামলায় মঙ্গলবার বিকেল ৪টেয় তাঁকে তলব করেছিল কলকাতা পুলিশ। এদিন হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে সকালে ই-মেল করেন রাকেশ সিং। তার পরই রাকেশ সিংয়ের খোঁজে দুপুর আড়াইটে নাগাদ আলিপুর চিড়িয়াখানা এলাকায় রাকেশ সিংয়ের বাড়ি পৌঁছে যান কলকাতা পুলিশের আধিকারিকরা। 

এদিন পুলিশ আধিকারিকদের বাড়িতে ঢুকতে বাধা দেন রাকেশ সিংয়ের আত্মীয়রা। সার্চ ওয়ারেন্ট দেখতে চান তাঁরা। সার্চ ওয়ারেন্ট দেখাতে না পারায় দরজা আগলে দাঁড়িয়ে থাকেন তাঁরা। ওদিকে রাকেশ সিংয়ের করা মামলায় কলকাতা পুলিশের তলবি নোটিশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে কলকাতা হাইকোর্ট। এর পর রাকেশ সিংয়ের বাড়ির দরজার তালা ভাঙার প্রস্তুতি শুরু করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। 

যদিও শেষ পর্যন্ত তার দরকার পড়েনি। বিকেল ৫টা নাগাদ পুলিশ আধিকারিকদের বাড়িতে ঢোকার অনুমতি দেন রাকেশ সিংয়ের আত্মীয়রা। তবে জারি করেন কতগুলি শর্ত। জানান, বেশি পুলিশকর্মী একসঙ্গে বাড়ির ভিতরে ঢুকতে পারবেন না। তাছাড়া তল্লাশি অভিযানের ভিডিয়োগ্রাফি করবেন রাকেশ সিংয়ের পরিবারের সদস্যরাও। শেষ খবর পাওয়া পর্যন্ত রাকেশ সিংয়ের খোঁজ মেলেনি। 

 

বন্ধ করুন