বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > রঘুনাথপুর (পশ্চিমবঙ্গ) বিধানসভার ভোটের ফলাফল: জিতলেন বিজেপির বিবেকানন্দ বাউড়ি

রঘুনাথপুর (পশ্চিমবঙ্গ) বিধানসভার ভোটের ফলাফল: জিতলেন বিজেপির বিবেকানন্দ বাউড়ি

রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল লাইভ।

রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল লাইভ।

এই আসনে বিজেপির বিবেকানন্দ বাউড়ি ৪৪.৬১ শতাংশ ভোট পেয়ে জয়ী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী হাজারি বাউড়ি পেয়েছেন ৪২ শতাংশ ভোট।

রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজারি বাউড়ি। বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন আইনজীবী বিবেকানন্দ বাউড়ি। অন্যদিকে, প্রাথমিকভাবে বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে আব্বাস সিদ্দিকির দলের প্রার্থী দেওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে সেই আসন ছেড়ে দেয় আইএসএফ। তাই সিপিএমের গণেশ বাউড়ি প্রার্থী হয়েছেন।

১৯৫৬ সালে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমা পুরুলিয়া জেলা নামে বাংলায় অন্তর্ভুক্ত হয়। সেই থেকে এই জেলা এই রাজ্যের অঙ্গ। জেলার পূর্ব সীমান্তে পূর্ব বর্ধমান জেলা, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা এবং অপর তিনদিকে ঝাড়খণ্ড রাজ্য। রঘুনাথপুর এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। আগামী ২৭ মার্চ প্রথম দফায় রঘুনাথপুরে ভোট হবে। একটি তফসিলি জাতি সংরক্ষিত আসন। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো৷

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পূর্ণচন্দ্র বাউড়ি৷ তাঁর প্রাপ্ত ভোট ৮৩,৬৮৮৷ দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী সত্যনারায়ণ বাউড়ি৷ তাঁর প্রাপ্ত ভোট ৬৭,৫৪৬ ৷ তৃতীয় স্থানে ছিলেন সুভাষচন্দ্র মণ্ডল৷ তাঁর প্রাপ্ত ভোট ২৪,৯১২৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পূর্ণচন্দ্র বাউড়িকে পরাজিত করে ২০০১ ও ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সিপিআইএমের উমারানি বাউড়ি। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের মগরাম বাউড়িকে পরাজিত করেছিলেন তিনি।

১৯৯৬ সালে সিপিআইএমের নটবর বাগদি কংগ্রেসের নবকুমার বাউড়িকে, ১৯৯১ ও ১৯৮৭ সালে কংগ্রেসের গোপাল দাস এবং ১৯৮২ সালে কংগ্রেসের দুর্গাদাস বাউড়িকে পরাজিত করেছিলেন। ১৯৭৭ সালে এসইউসির বিজয় বাউড়ি বিজেপির নেপাল বাউড়িকে পরাজিত করেছিলেন। ১৯৭২ সালে কংগ্রেসের দুর্গাদাস বাউড়ি জয়ী হয়েছিলেন। ১৯৭১ ও ১৯৬৯ সালে এসইউসির হরিপদ বাউড়ি এই আসন থেকে জয়ী হয়েছিলেন। ১৯৬৭ সালে কংগ্রেসের এন.বাউড়ি জয়ী হয়েছিলেন। ১৯৬২ সালে এই আসন থেকে কংগ্রেসের শংকর নারায়ণ সিংহ দেও জয়ী হয়েছিলেন। ১৯৫৭ সালে রঘুনাথপুর একটি যৌথ আসন ছিল। ১৯৫৭ সালে কংগ্রেসের শংকর নারায়ণ সিংহ দেও এবং নেপাল বাউড়ি উভয়ই জয়ী হয়েছিলেন।

স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল ১৯৫১ সালে। তখন কাশীপুর ও রঘুনাথপুর কেন্দ্রটি যুক্ত ছিল। কংগ্রেসের বুধান মাঝি এবং আনন্দ প্রসাদ চক্রবর্তী উভয়ই যৌথ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.