বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ভোট না দিলে 'জল যাবে না, কিচ্ছু দেব না', তৃণমূল প্রার্থীর মন্তব্যে শুরু বিতর্ক

ভোট না দিলে 'জল যাবে না, কিচ্ছু দেব না', তৃণমূল প্রার্থীর মন্তব্যে শুরু বিতর্ক

সপ্তগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্ত। (ছবি সৌজন্য ফেসবুক)

গেরুয়া শিবিরের কটাক্ষ, নিজের হার নিশ্চিত বুঝেই প্রচারের প্রথম দিনেই মেজাজ হারিয়েছেন তপন।

প্রথম দিন প্রচারে নেমেই বিতর্কের মুখে পড়লেন সপ্তগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্ত। হুঁশিয়ারি দেন, যেখানে ভোট পাবেন না তিনি, সেখানে জল পৌঁছাবে না। কোনওকিছুই মিলবে না। তা নিয়ে সরব হয়েছে বিজেপি। 

তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পরদিনই প্রচারে নেমে পড়েন তপন। প্রচার শুরুর আগে পোলবা-দাদপুরের সেনেটে পুজো দেন। তারপর তিনি বলেন, ‘যেখানে ভোট পড়বে না আমার, বুথ দেখব। লাইনও যাবে না, জলও যাবে না, পরিষ্কার কথা। সব ওই বিজেপিকে দিয়ে করাতে হবে।…. জলও দেব না, কিচ্ছু দেব না।’

সেই মন্তব্য ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। যথারীতি আসরে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের কটাক্ষ, নিজের হার নিশ্চিত বুঝেই প্রচারের প্রথম দিনেই মেজাজ হারিয়েছেন তপন। সঙ্গে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। গতবারের লোকসভা ভোটের নিরিখে যে কেন্দ্রে প্রায় ২২,০০০ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। আর সেই কেন্দ্রে যিনি এগিয়ে ছিলেন, সেই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তপনের মন্তব্যের ভিডিয়ো টুইট করে লেখেন, ‘সপ্তগ্রাম বিধানসভার তৃণমূলের প্রার্থী তপন দাশগুপ্তকে ভোট না দিলে মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা লাইট ও জলের ব্যবস্থা বন্ধ করে দেবেন জানিয়েছেন। পিসির শিষ্যরা হেরে যাওয়ার ভয় মানুষকে হুমকি দিয়ে ভোট করাতে চাইছে। মানুষ হুমকিকে আর পরোয়া করে না।’

তবে তপনের হয়ে সাফাই গেয়েছেন তৃণমূল নেতা সুদীপ্ত রায়। তিনি দাবি করেন, আবেগের বশে মুখ ফস্কে বলে ফেলেছেন ‘প্রবীণ রাজনীতিক’ তপন। যিনি আদতে বোঝাতে চেয়েছিলেন যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পরিষেবা মিলবে না। বিজেপি মুখে বড় বড় কথা বলছে। তপনের মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ভোটযুদ্ধ খবর

Latest News

ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.