বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > সায়েন্টিফিক রিগিং হচ্ছে, এজেন্ট বসতে দিচ্ছেনা, কোচবিহারে সাত সকালেই মনমরা তৃণমূল

সায়েন্টিফিক রিগিং হচ্ছে, এজেন্ট বসতে দিচ্ছেনা, কোচবিহারে সাত সকালেই মনমরা তৃণমূল

সকাল থেকে নানা অভিযোগে সরব কোচবিহারের তৃণমূল প্রার্থী (নিজস্ব চিত্র)

ফের সেই শব্দবন্ধ ‘সায়েন্টিফিক রিগিং’। একটা সময় বামেদের বিরুদ্ধে এই অভিযোগ উঠত। শাসন ক্ষমতায় থেকেও এবার কোচবিহারে বিজেপির বিরুদ্ধে সেই অভিযোগ তুলল তৃণমূল।

বুথে এজেন্ট বসতে দিচ্ছেনা বিজেপি। সায়েন্টিফিক রিগিং হচ্ছে। সাত সকালেই  কোচবিহারে টেনশনে তৃণমূল। কার্যত সকাল থেকে  নানা বায়না, নাকে কান্না  তৃণমূল শিবিরে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিত দে ভৌমিক সকাল থেকেই নানা অভিযোগ তুলে সরব। বুথ জ্যাম, সন্ত্রাস, ভোট হচ্ছেনা, সায়েন্টিফিক রিগিং সহ নানা অভিযোগ। অন্যদিকে একেবারে ফুরফুরে মেজাজে বিজেপি শিবির। তাদের দাবি নিঃশব্দে ভোট হচ্ছে। মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছেন। শনিবার সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন চোখে পড়ে। তবে কয়েকটি বুথে এদিন সকাল থেকেই ইভিএম খারাপ হয়ে গিয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী অভিজিত দে ভৌমিক। কোচবিহার শহরের সুনীতি আকাদেমির সামনে সকাল থেকেই মনমরা ঘাসফুল শিবিরের লোকজন। প্রার্থীর ফোনে একের পর এক খবর আসে, পুঁটিমারি ফুলেশ্বরীতে এজেন্ট বসতে দেওয়া হচ্ছেনা। বুথ জ্যাম করা হচ্ছে। কোচবিহার শহরের বিভিন্ন বুথে ইভিএম মেশিন চক্রান্ত করে খারাপ করা হচ্ছে। তবে পাশেই দাঁড়িয়ে ছিলেন বিজেপি নেতৃত্ব। তাঁরা অবশ্য যথেষ্ট হালকা মেজাজে। বিজেপি নেতৃত্বের দাবি গত কয়েকবছর ধরেই কোচবিহার শহরে এগিয়ে রয়েছে বিজেপি। সেকারণে তৃণমূল অন্য কোনও পথ না পেয়ে নানা ধরনের নালিশ করছেন। অন্যদিকে কোচবিহার শহরে অবশ্য এদিন একাধিক জনকে দেখা যায় ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন। কোচবিহার শহরের বাসিন্দা দিপ্তী পাল চৌধুরী বলেন, অসুস্থ শরীরেও ভোট দিতে এসেছিলাম। কিন্ত ইভিএম খারাপ থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ভোট দিতে পারিনি। বাধ্য হয়েই ফিরে যেতে হচ্ছে। কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিত দে ভৌমিক বলেন, সকাল থেকেই চক্রান্ত করা হচ্ছে। বিভিন্ন জায়গায়  ইভিএম মেশিন খারাপ হয়ে যাচ্ছে। আমাদের এজেন্টকেও ঢুকতে দেওয়া হচ্ছেনা। বুথ জ্যাম করা হচ্ছে। এভাবে সায়েন্টিফিক রিগিং হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা মানস ঘোষ বলেন, হেরে যাবে আঁচ করেই তৃণমূল নানা নালিশ করছে। মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এবার নিঃশব্দে পরিবর্তন হবে। 

ভোটযুদ্ধ খবর

Latest News

দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু টসে জিতল Royal Challengers Bengaluru , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল| অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.