বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > সায়ন্তিকা বহিরাগত, বাঁকুড়া কি নিজের মেয়েকে চায় না: শম্পা দরিপা

সায়ন্তিকা বহিরাগত, বাঁকুড়া কি নিজের মেয়েকে চায় না: শম্পা দরিপা

বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপা। 

গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে জোটপ্রার্থী হিসাবে জিতেছিলেন শম্পাদেবী। তার পর যোগ দেন তৃণমূলে। তাঁর দাবি, ‘আমাকে টিকিট দেওয়া হবে বলে নিশ্চিত করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিকে। কথা রাখা হয়নি।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার পর বিক্ষোভ দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। ব্যতিক্রম নয় রাঢ়বঙ্গের প্রাণকেন্দ্র বাঁকুড়াও। সেখানে টিকিট না পেয়ে ক্ষুব্ধ বিদায়ী বিধায়ক শম্পা দরিপা। এমনকী ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ‘বহিরাগত’ বলে উল্লেখ করেছেন তিনি। 

এদিন তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ হতে দেখা যায়, বাঁকুড়া কেন্দ্রে দলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা। মাত্র ২ দিন আগেই তৃণমূলে যোগদান করেছেন তিনি। ওদিকে প্রার্থীপদের আশায় বসে ছিলেন শম্পা দরিপা। বাঁকুড়া শহরের প্রাক্তন পুরপ্রধান টিকিট না পাওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। 

গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে জোটপ্রার্থী হিসাবে জিতেছিলেন শম্পাদেবী। তার পর যোগ দেন তৃণমূলে। তাঁর দাবি, ‘আমাকে টিকিট দেওয়া হবে বলে নিশ্চিত করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিকে। কথা রাখা হয়নি। এর আগে আমাকে পুরপ্রধান করা হবে বলে করা হয়নি। লোকসভায় টিকিট দেওয়া হবে বলে টিকিট দেননি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে বার বার এটাই করে দল।’

তিনি বলেন, ‘আমার জায়গায় যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি বহিরাগত। দল স্লোগান দিচ্ছে বাংলা নিজের মেয়েকেই চায়। তাহলে কি বাঁকুড়া নিজের মেয়েকে চায় না?’

বলে রাখি, বাঁকুড়ায় তৃণমূলের তারকা প্রার্থী দেওয়ার প্রবণতা পুরনো। ২০১৪ সালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে মুনমুন সেনকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাসুদেব আচার্যর মতো হেভিওয়েটকে হারিয়ে সংসদে গিয়েছিলেন তিনি। তার পর বিধানসভা নির্বাচনে সেখানে স্থানীয় প্রার্থী দেন তৃণমূলনেত্রী। কিন্তু জোট প্রার্থী শম্পা দরিপার কাছে পরাজিত হন তিনি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে সুব্রত মুখোপাধ্যায়কে কলকাতা থেকে বাঁকুড়ার দুর্গ রক্ষা করতে পাঠান তৃণমূলনেত্রী। কিন্তু বিজেপি প্রার্থী চিকিৎসক সুভাষ সরকারের কাছে হার হয় তাঁর। এবার আনকোরা অভিনেত্রী সায়ন্তিকার ওপর ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.