বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ‘ শিলিগুড়ি আমাকে প্রত্য়াখান করেছে,’ নজিরবিহীন অভিমান অশোক ভট্টাচার্যের গলায়

‘ শিলিগুড়ি আমাকে প্রত্য়াখান করেছে,’ নজিরবিহীন অভিমান অশোক ভট্টাচার্যের গলায়

বাম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির শঙ্কর ঘোষ (ফাইল ছবি)

বাম জমানায় দীর্ঘদিনে মন্ত্রী। তৃণমূল জমানাতেও শিলিগুড়ির বিধায়ক, কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি। বর্তমানে সেই কর্পোরেশনের প্রশাসক পদে বসানো হয়েছে প্রাক্তন মন্ত্রী তৃণমূলের পরাজিত প্রার্থী গৌতম দেবকে। কিন্তু শিলিগুড়ির মানুষ এত বেশি ভোটে অশোককে পরাজিত করবেন এটা বোধহয় ভাবতে পারেননি অনেকেই।

'শিলিগুড়ির মানুষ আমাকে প্রত্য়াখান করেছে। শোচনীয়ভাবে হেরে গিয়েছি। এত বেশি ভোটে হেরেছি। এতভাবে আমাকে রিজেক্ট করেছে। আমার কি কাউকে পরামর্শ দেওয়ার অধিকার আছে নাকি? এই যে প্রশাসক পদে যেতে আমি অনিচ্ছুক। কারণ মানুষ আমাকে রিজেক্ট করেছে। একজন রিজেকেটেড পারসন হিসাবে আমার কোনও অধিকার নেই পদে যাওয়ার। অন্য় কাকে রিজেক্ট করেছে, তারপরেও সে গেছে তা নিয়ে কোনও মন্তব্য় করব না। আমি আমার বিশ্বাসযোগ্যতা হারিয়েছি। আমার কোনও অধিকার নেই কাউকে পরামর্শ দেওয়ার। পার্টিতে যা কাজ করার করে যাব। যারা জিতেছেন তারাই যথেষ্ট।' একথা শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা পরাজিত অশোক ভট্টাচার্যের। প্রতি কথার ছত্রে ছত্রে শুধুই অভিমান। প্রশ্ন উঠছে শুধুই কি শিলিগুড়ির মানুষের প্রতি তাঁর এই অভিমান নাকি নিজের দলের প্রতিও মনের গভীরে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ? তারই বহিঃপ্রকাশ ঘটছে এভাবে?

আসলে শনিবার অশোক ভট্টাচার্যর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন শিলিগুড়ি আসন থেকে সদ্য জয়ী বিজেপির শঙ্কর ঘোষ। অশোক ভট্টাচার্যের হাত ধরেই একদিন রাজনীতির অঙ্গনে পরিচিত হয়েছিলেন প্রাক্তন ডিআওয়াইএফআই নেতা শঙ্কর ঘোষ। ভোটের রাজনীতিতে সেই রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যকেই এবার হারিয়ে দিয়েছেন শিষ্য শঙ্কর। রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েই অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শঙ্কর ঘোষ। প্রণামও করেছেন। কিন্তু কোথাও যেন সব ছাপিয়ে প্রাক্তন মন্ত্রীর গলায় তীব্র অভিমান। হয়তো এই শিলিগুড়ি অচেনা লাগছে তাঁর কাছে। আর শঙ্কর বললেন,' ওনার কাছ থেকে যে কাজ শিখেছি তার ভিত্তিতেই শিলিগুড়ির উন্নয়ন করব।' অনেকেই বলছেন এর চেয়ে বড় গুরুদক্ষিণা আর কী হতে পারে। 

 

 

 

 

 

 

 

 

 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.