বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > হার নিশ্চিত বুঝে অভিযোগ মমতার, নন্দীগ্রামে পুলিশ ঢোকা নিয়ে পালটা শিশিরের

হার নিশ্চিত বুঝে অভিযোগ মমতার, নন্দীগ্রামে পুলিশ ঢোকা নিয়ে পালটা শিশিরের

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিশির অধিকারী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

নন্দীগ্রামে কার অঙ্গুলিহেলনে পুলিশ ঢুকিয়েছিল? তা নিয়ে ক্রমশ তরজা বাড়ছে। 

নন্দীগ্রামে কার অঙ্গুলিহেলনে পুলিশ ঢুকিয়েছিল? তা নিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে তরজা ক্রমশ বাড়ছে। এবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পালটা দিলেন শিশির অধিকারী। দাবি করলেন,  হার নিশ্চিত বুঝে সেইসব অভিযোগ করছেন। নির্বাচন কমিশনে নালিশ করবেন বলেও জানান।

শিশির দাবি করেন, যে পুলিশ অফিসাররা নন্দীগ্রামে গুলি চালিয়েছিলেন, তাঁদের বড়সড় পদ দিয়েছেন মমতা। পুরোটাই মমতা জানেন বলে অভিযোগ করেন শিশির। সঙ্গে কটাক্ষ করেন, মমতার 'মাথা খারাপ' হয়ে গিয়েছে। তাই উলটো-পালটা অভিযোগ করছেন মমতা।

গত ১০ মার্চ বিরুলিয়া বাজারের কাছে চোট পাওয়ার পর রবিবার প্রথম নন্দীগ্রামে আসেন মমতা। রেয়াপাড়ার শিবমন্দিরে দোলমেলার সমাবেশে নন্দীগ্রামের আন্দোলনের দিনগুলির কথা তুলে ধরেন। জানান, কীভাবে কেটেছিল সেই দিনগুলি। সেই রেশ ধরেই মমতা বলেন, ‘এখনও বিশ্বাস করি, পরে শুনেছিলাম, এই বাপ-ব্যাটার (পড়ুন শুভেন্দু এবং শিশির) পারমিশন (অনুমতি) ছাড়া সেদিন পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারত না। আমি চ্যালেঞ্জ করে বলছি। আমিও একটা গভর্নমেন্ট (সরকার) চালাই। আমিও খোঁজখবর পরে নিয়েছি।’

সেখানে অবশ্য মমতার আক্রমণ থামেনি। বিরুলিয়ার জনসভা থেকে আরও একধাপ এগিয়ে মমতা বলেন, ‘নন্দীগ্রামের সেদিনের ঘটনায় পুলিশ ঢুকবে, মার্চ করবে, গন্ডগোল হবে, এটা সেদিন কি সেই গদ্দার জানতেন না? কতবার সেদিন তাঁদের বুদ্ধদেববাবুর (প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য) সঙ্গে কথা হয়েছিল?’

সেই সভা থেকেই নাম না করে মমতা দাবি করেন, শিশির অধিকারীকে যখন কেন্দ্রে মন্ত্রী করা হয়েছিল, তখন গোঁসা হয়েছিল শুভেন্দুর। এমনকী বাবাকে নাকি ‘বুড়ো ভাম’-ও বলেছিলেন। মমতা বলেন, ‘কোনও একজনের বাবা মন্ত্রী হবেন, আমি মন্ত্রী করলাম সেন্ট্রালে (কেন্দ্রে), তার বাবাকে মন্ত্রী করেছি, (কিন্তু) কেন তাকে করা হয়নি বলে বাবার মন্ত্রিসভার শপথে গেল না। বুড়োভামকে মন্ত্রী করা হয়েছে বলল। আমি তোন বয়জ্যেষ্ঠদের সম্মান করি ভাই, আমি তো একথা বলতে পারব না। আজ স্বীকার করুক বা করুক, বাপ-ব্যাটার যতই বোঝাপড়া থাকুক, মনে রাখবেন, কথাগুলো সত্য।’

যদিও শিশিরের দাবি, ‘কেন যায়নি, কী কারণে যায়নি, সেটা বড় ইতিহাস। শপথগ্রহণ অনুষ্ঠানে কাউকে ডাকা হয়নি। এখন ভোট পাওয়ার জন্য এসব কথা বলছেন (মমতা)। ছেলের পাশে থেকে লড়াই করব।’

ভোটযুদ্ধ খবর

Latest News

প্রথম সেক্স কবে, প্রশ্ন ছেলেকে! আরবাজের সঙ্গে আরহানের মিল, নাক সিঁটকোলেন মালাইকা 'এটা দেশরক্ষার লড়াই, আপনারা…' কংগ্রেস নেতা কর্মীদের আবেগঘন বার্তা রাহুলের IPL-এ বেঙ্গালুরুতে RCB-র ম্যাচের টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের ভাড়া! মুর্শিদাবাদে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসা পরিকল্পিত, বিস্ফোরক দাবি মমতার টাইমস পত্রিকার বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় আলিয়া, কী বললেন উচ্ছ্বসিত নায়িকা অক্ষয় তৃতীয়া ২০২৪ এ বহু শুভ যোগ! তারিখ তিথি দেখে নিন, লাকি মীন সহ ৩ রাশি ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা ডায়মন্ড হারবারে ‘হেরো প্রার্থী' না পসন্দ, বদলের দাবিতে BJP রাজ্য সভাপতিকে চিঠি মেশানো হচ্ছে চিনি, ভারতে বেবি-ফুড তৈরিতে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে নেসলে! ৩৪% জেনারেল পাশ করলেন UPSC সিভিল সার্ভিসেসে! ‘মেধা হারানোর উদযাপন’, বলল নেটপাড়া

Latest IPL News

IPL-এ বেঙ্গালুরুতে RCB-র ম্যাচের টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের ভাড়া! ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.