এই তফসিলি উপজাতি কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন কল্পনা কিস্কু। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন বুধরাই টুডু। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন আরএসপির রঘু ওরাওঁ।
দক্ষিণ দিনাজপুর জেলা মালদহ বিভাগের অন্তর্গত একটি জেলা। ১৯৯২ সালের ১ এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলা দ্বিখণ্ডিত হয়ে ওই জেলার দক্ষিণাংশ নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা স্থাপিত হয়। বালুরঘাট এই জেলার জেলা সদর। বালুরঘাট ও গঙ্গারামপুর এই দুই মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত। আজ থেকে প্রায় ২,০০০ বছর আগেও আলাদাভাবে দিনাজপুর অঞ্চলের অস্তিত্ব স্পষ্ট হয়৷ জেলাটি পৌরাণিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপুর্ণ৷ দিনাজপুর জেলা যেমন মৌর্য গুপ্ত পাল সেন যুগের ইতিহাস বহন করছে তেমনই ইসলামের আগমন এবং বৌদ্ধ ও জৈন সময়কালীন ঐতিহ্যে পূর্ণ৷ তপন বিধানসভা কেন্দ্র দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত।
এই কেন্দ্রটি দ্বীপখান্ডা, গোফানগর, হারসুরা, মালঞ্চ ও তপন চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতগুলি তপন সমষ্টি উন্নয়ন ব্লক ও বোয়ালদার, চকভৃগু, জলঘর, বোল্লা, ডাঙা, গোপালবাটি, নজিরপুর এবং পাটিরাম গ্রাম পঞ্চায়েতগুলি বালুরঘাট সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত পড়ছে। এই কেন্দ্রটি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাচ্চু হাঁসদা জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭২ হাজার ৫১১৷ দ্বিতীয় স্থানে ছিলেন আরএসপি প্রার্থী। তৃণমূল প্রার্থী বাচ্চু হাঁসদা নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি প্রার্থীকে ৪ হাজার ৪০১ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বাচ্চু হাঁসদা আরএসপি’র নিকটতম প্রতিদ্বন্দ্বী খারা সোরেনকে পরাজিত করেছিলেন।
১৯৮২ থেকে ২০০৬ সাল পর্যন্ত আরএসপি খারা সোরেন তপন (তফসিলি উপজাতি) কেন্দ্র থেকে ছ’বার জিতেছিলেন। ২০০৬ সালে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কলম্বাস তিরকে, ২০০১ সালে তৃণমূল কংগ্রেস অনন্যা উরু, ১৯৯৬ ও ১৯৯১ সালে কংগ্রেসের লক্ষ্মীরাম হেমব্রম, ১৯৮৭ সালে কংগ্রেসের জাপান ভোনাজালা ও ১৯৮২ সালে কংগ্রেসের জাপান হাঁসদাকে পরাজিত করেছিলেন। ১৯৭৭ সালে আরএসপি’র নাথেনিয়াল মুর্মু কংগ্রেসের সেবাস্টিয়ান টুডুকে পরাজিত করেছিলেন। ১৯৭১—৭২ সালে কংগ্রেস পট্রাশ হেমব্রাম এই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৬৯, ১৯৬৭ ও ১৯৬২ সালে আরএসপি—নির্দল নাথেনিয়াল মুর্মু এই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৬২ সালের আগে তপন কেন্দ্রটি ছিল না।