বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > বিজেপিপন্থী ও বিরোধী স্লোগানে উত্তপ্ত কফি হাউস, 'নো ভোট টু BJP' পোস্টারে কালি

বিজেপিপন্থী ও বিরোধী স্লোগানে উত্তপ্ত কফি হাউস, 'নো ভোট টু BJP' পোস্টারে কালি

উত্তপ্ত কফি হাউস। (ছবি সৌজন্য সংগৃহীত এবং টুইটার)

স্লোগান-পালটা স্লোগানে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল কফি হাউস। বিজেপির একদল সমর্থক কফি হাউসে সাঁটানো 'নো ভোট টু বিজেপি' পোস্টারে কালি লেপে দেন বলে অভিযোগ। পালটা বিজেপির দাবি, কফি হাউসে পোস্টার সাঁটাতে গেলে তাঁদের আটকানো হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার বিকেল চারটের পর কফি হাউসে আসতে থাকেন একদল বিজেপি সমর্থক। কফি হাউসের বিভিন্ন টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে বসতে থাকেন। নরেন্দ্র মোদীর ছবি দেওয়া গেরুয়া জামা পরেছিলেন তাঁরা। সেই সময় কফি হাউসে দিল্লির এক বিজেপি নেতা তাজিন্দর সিং বাগ্গাও উপস্থিত ছিলেন। পরে অবশ্য তিনি চলে যান বলে দাবি কয়েকজনের। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কফি হাউসের ছবি পোস্ট করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা যায়, গেরুয়া জামা পরিহিত একদল বিজেপি কর্মী-সমর্থক 'নো ভোট টু বিজেপি' পোস্টারের ‘নো’ অংশে কালি লেপে দিচ্ছেন। সঙ্গে ‘জয় শ্রীরাম’, ‘হর হর মোদী, ঘর ঘর মোদী’, ‘বন্দেমাতরম’ স্লোগান দিতে থাকেন। মূলত কফি হাউসের সিঁড়ি এবং সিঁড়ির অংশে ছিলেন তাঁরা। 

কয়েকজন বামপন্থী পড়ুয়ার দাবি, সেই ঘটনার প্রতিবাদ করলে দু'জনকে হেনস্থা করেন বিজেপির কর্মী-সমর্থকরা। তারইমধ্যে জমায়েত হন আরও অনেকে। একটি ভিডিয়োয় দেখা যায়, পালটা সিঁড়ির উপরের দিক থেকে বিজেপি সমর্থকদের উদ্দেশে কয়েকজন স্লোগান তোলেন ‘ক্ষুদিরামের মাটিতে নাথুরামের ঠাঁই নেই’। সেই পরিস্থিতিতে দু’পক্ষের মধ্যে কিছুক্ষণ বচসা চলে। স্লোগান-পালটা স্লোগানে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কফি হাউস। কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্ত হয়।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ফলাও করে কফি হাউসের 'গেরুয়াকরণ' নিয়ে ছবিও পোস্ট করতে থাকেন বিজেপি সমর্থকরা। সেই পোস্ট দেখে একাংশের দাবি, কফি হাউসের কর্মসূচি আগে থেকেই পরিকল্পিত ছিল। তবে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য দাবি করেছেন, দলের তরফে এরকম কোনও ঘোষিত কর্মসূচি ছিল না। কফি হাউসে 'নো ভোট ফর বিজেপি' পোস্টার সাঁটানো ঠিক হয়নি। তাই এই ঘটনা কাঙ্ক্ষিত না হলেও অপ্রসাঙ্গিক নয় মোটেও।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

'গানের গলা অতটাও ভালো না…’ আলিয়ার গান গাওয়া নিয়ে কেন এমন বললেন করিনা? 'লাভ অ্যান্ড ওয়ার' কি সঙ্গমের রিমেক? এই প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় লীলা বানসালী দো পাত্তি: 'লেডি সিংঘম’ কাজল, ডবল রোলে কৃতি; শাহিরকে নিয়ে টানাটানি দুই যমজ বোনের 'যখন রতন টাটা বলেছিলেন এক লাখ টাকার ন্যানো বানাবো তখন, নীরবতা ভাঙলেন নীরা রাদিয়া ব্যাটার নাকি বোলার! ক্রিকেটে কাদের ভূমিকা বেশি? যুক্তি দিয়ে বোঝালেন গম্ভীর নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, তনিমা সেন বললেন… মঙ্গলে শক্তি বাড়বে নিম্নচাপের, বৃষ্টি চলবে বাংলা, প্রবল বর্ষণ ও ঝড় হবে কোথায়? মহাকাশেই ভিন্ন হবে উপগ্রহের যন্ত্রাংশ, জোড়াও লাগবে মহাশূন্যে, প্রস্তুত ইসরো ‘ভয় পাচ্ছেন মমতা…’ কার্নিভাল বয়কট বিজেপির, জামিন পেয়ে যেত সঞ্জয়, দাবি শুভেন্দুর কোজাগরী লক্ষ্মীপুজোর ফর্দে এই সামগ্রীগুলি ভুলে যাচ্ছেন না তো! চোখ রাখুন তালিকায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.