কলকাতার রাজপথে তৃণমূলের মিছিলে ‘গোলি মারো’ স্লোগানে পালটা শাসকদলকেই ‘গদ্দার’ বললেন দিলীপ ঘোষ। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে আক্রমণ শানান তিনি। বলেন, ‘বোমা গুলির সংস্কৃতিই তৃণমূলের সংস্কৃতি।’
এদিন দিলীপবাবু বলেন, ‘আমাদের একজন নেতা ‘দেশের গদ্দার’-দের গুলি মারতে বলায় খুব সমালোচনা হয়েছিল। যারা দেশের সঙ্গে গদ্দারি করে তাদের তো গুলি খাওয়া উচিত। এখানে বলা হচ্ছে, ‘বাঙ্গালকে গদ্দারোকো’।‘
এর পরই সরাসরি তৃণমূলকে আক্রমণ শানান দিলীপবাবু। বলেন, ‘কে বাংলার সঙ্গে গদ্দারি করেছে? করেছে তৃণমূল। মানুষকে কথা দিয়ে কথা রাখেনি। লোকের রেশন খেয়ে নিচ্ছে, ত্রিপল নিয়ে নিচ্ছে। এই গুলি বোমের কালচার কে এনেছে এখানে? তৃণমূল’।
তৃণমূলের সমালোচনা করে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘আজকে পাড়ায় পাড়ায় বোমা চলছে, গুলি চলছে। তাদের বিধায়ক, চেয়ারম্যান মারা গেছে। কিচ্ছু করতে পারেনি। বোম গুলির সংস্কৃতিই তৃণমূলের সংস্কৃতি। মানুষ সব দেখছে। পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে মুক্তি চাইছে’।
মঙ্গলবার দক্ষিণ কলকাতায় বিজেপির মিছিলের পালটা তৃণমূলের ‘শান্তি মিছিল’-এ স্লোগান ওঠে, ‘বাঙ্গালকে গদ্দারোকো, গোলি মারো শালো কো।’ ওই মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।