বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > আপনারা কমিশনের দালালি করছেন? শীতলকুচিতে পুলিশকে 'হুঁশিয়ারি 'তৃণমূল প্রার্থীর

আপনারা কমিশনের দালালি করছেন? শীতলকুচিতে পুলিশকে 'হুঁশিয়ারি 'তৃণমূল প্রার্থীর

শীতলকুচিতে পার্থপ্রতীম রায় (নিজস্ব চিত্র)

গত ১০ই এপ্রিল শীতলকুচির এই বুথে গুলি চলেছিল

গত ১০ই এপ্রিল ভোট চলাকালীন শীতলকুচিতে প্রাণ গিয়েছিল চারজনের। কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই তাঁদের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ তুলেছিল তৃণমূল। এদিকে সেই বুথে ভোট তখনকার মতো স্থগিত করে কমিশন। বৃহস্পতিবার সেই বুথে ভোট। এদিন তৃণমূল প্রার্থী পার্থপ্রতীম রায় সকাল থেকেই কার্যত মাটি কামড়ে পড়েছিলেন শীতলকুচির ওই বুথে। তৃণমূলের অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির প্রার্থীর গাড়িতে দলীয় পতাকা লাগানো ছিল। এরপরই কার্যত মেজাজ হারান পার্থপ্রতীম রায়। পুলিশকে লক্ষ্য করে আঙুল উঁচিয়ে এগিয়ে যেতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ‘আইসি এত বাহাদুরি দেখাচ্ছিল সেই আইসি এখন কোথায়? কে দায়িত্বে আছ? কিসের দায়িত্ব আপনাদের? ফ্ল্য়াগ নিয়ে ঢুকল কেন?’ এরপরই পুলিশ কর্তাকে সামনে দেখেই চিৎকার করে ওঠেন তিনি। তিনি বলেন, ‘আপনারা কমিশনের দালালি করছেন?’ এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়।  

 

সংবাদমাধ্যমের সামনে পার্থপ্রতীম রায় বলেন,' গত ১০ই এপ্রিলের যে ভয়াবহ ঘটনা হয়েছিল তা শুধু কোচবিহারের নয়, গোটা দেশের গণতন্ত্রের কাছে লজ্জার দিন।সেদিন কেন্দ্রীয় বাহিনীর দ্বারা আমি বলব খুনই হয়েছে।এখনও মানুষের মনে সেই আতঙ্কের ছাপ রয়েছে। ভোটদান তো একটা উৎসব। কিন্তু সেই আনন্দ উৎসব এখানে দেখা যাচ্ছে না, সবার মধ্যে একটা  উদ্বেগের ছাপ। ভোটের লাইনে যাঁরা দাঁড়িয়ে রয়েছেন তারাও সেই ঘটনার সাক্ষী। কোথাও যেন গুমরে রয়েছেন তাঁরা। স্বজনহারানোর ব্যাথা তাঁদের রয়েছে। কমিশন এখানে কয়েকজনকে খুন করেছে। ভোট তো শান্তিপূর্ণ হচ্ছে। এখানে শ্মশানের শান্তি বিরাজ করছে।'

 

বন্ধ করুন