বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও রাজ্যে দলবদলের হাওয়া অব্যাহত রয়েছে। আর প্রার্থী তালিকা ঘোষণার পর যেভাবে একের পর এক নেতা–নেত্রী দলবদল করছেন তাতে তীব্র অনিশ্চয়তা দেখা যাচ্ছে। এবার দক্ষিণ দমদম পুরসভায় ভাঙনের সম্ভাবনা। বেশ কয়েকজন কো-অর্ডিনেটরের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। পদ্মাসনে বসতে পারেন দমদমের কাউন্সিলর তথা ব্রাত্য বসু ঘনিষ্ঠ নেতা কেটি ওরফে প্রবীর পাল।
এই বিষয়ে প্রবীর পালের দাবি, স্থানীয় বিধায়কের সঙ্গে সহযোগিতা করেও কাজ করা সম্ভব হচ্ছে না। তাই বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। এরপরই প্রবীর পালের বাড়িতে হাজির হন মন্ত্রী ব্রাত্য বসু। মানভঞ্জনের চেষ্টায় বৈঠক শুরু হয়। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি বলেই সূত্রের খবর। প্রবীর পাল–সহ দল ছাড়তে পারেন দক্ষিণ দমদমের আরও ৫ বিদায়ী তৃণমূল কাউন্সিলরও। এলাকায় তাঁর অনুগামীর সংখ্যা কম নয়।
আবার তৃণমূল কংগ্রেস পরিচালিত পানিহাটি পুরসভার বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে পারেন। মঙ্গলবারই তাঁরা দল ত্যাগের কথা ঘোষণা করেন। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রবীর পাল বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের সঙ্গে কথা বলেছেন। এরপরই প্রবীর পাল বিজেপিতে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেন। হাওড়ার ৬ কাউন্সিলর ও পানিহাটির ৫ কাউন্সিলরও যোগ দেবেন বিজেপিতে। যদিও বিদায়ী কাউন্সিলরদের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি, এসবে দলের কোনও ক্ষতি হবে না।