বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > নন্দীগ্রামে কোথায় থাকবেন মমতা? জোরকদমে বাড়ির খোঁজ তৃণমূলের, চিহ্নিত ২ বাড়িও

নন্দীগ্রামে কোথায় থাকবেন মমতা? জোরকদমে বাড়ির খোঁজ তৃণমূলের, চিহ্নিত ২ বাড়িও

এবার নন্দীগ্রাম থেকে তৃণমূলের প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

প্রাথমিকভাবে দুটি বাড়িও চিহ্নিত করা হয়েছে।

মাসখানেক পরেই ভোট নন্দীগ্রামে। কিন্তু কোথায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেজন্য রাজ্য-রাজনীতিতর কেন্দ্রবিন্দুতে জোরকদমে ভাড়াবাড়ির খোঁজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকভাবে দুটি বাড়িও চিহ্নিত করা হয়েছে। 

নন্দীগ্রামে মমতার সম্ভাব্য নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি শেখ সুফিয়ান বলেন, ‘আমরা দুটি বাড়ি চিহ্নিত করেছি। যা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার জন্য উপযুক্ত মনে হয়েছে। একটি বাড়ির মালিক হলে অবসরপ্রাপ্ত এক সামরিক আধিকারিক। অপর বাড়িটি স্থানীয় এক শিক্ষকের। ’ 

দিনকয়েক আগেই নন্দীগ্রামে এসেছিলেন ফিরহাদ হাকিম। একটি বাড়িও ঘুরে দেখেন। একটি বাড়ি আবার সুফিয়ানের ‘জাহাজবাড়ির’ কাছেই একেবারে। তা মমতার পক্ষে সুবিধাজনক হবে। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ‘একটি গলির মধ্যে ওই দু'তলা বাড়িটি অবস্থিত। বাড়ির পিছনের দিকে অংশ পুরো সবুজে ঢাকা। আছে ছোটো ফলের বাগানও। তার পিছনে বিশাল ধানের জমি আছে।'

যদিও তৃণমূলের সেই বাড়ি খোঁজার অভিযানকে কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের খোঁচা, বাড়ি খুঁজেও বেশিদিন থাকতে পারবেন না মমতা। কারণ সেখানে মমতাকে হারের মুখ দেখতে হবে। রাজ্য বিজেপির মহিলা মোর্চার অগ্নিমিত্রা পাল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দুটি বা চারটি বাড়ির খোঁজ করতে পারে তৃণমূল কংগ্রেস। উনি এবার হারবেন। কমপক্ষে ৫০,০০০ ভোটে মমতাকে হারানোর চ্যালেঞ্জ ইতিমধ্যে নিয়েছেন শুভেন্দু অধিকারী।’

সূত্রের খবর, এবার নন্দীগ্রাম যে মমতা বনাম শুভেন্দুর দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে, তা তা কার্যত পুরোপুরি নিশ্চিত। সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে নন্দীগ্রাম থেকে লড়াইয়ের প্রস্তাব দেন খোদ শুভেন্দু। যিনি ২০১৬ সালে নন্দীগ্রাম থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। শুভেন্দুর সেই ইচ্ছায় প্রায় সিলমোহর পড়ে গিয়েছে। আপাতত শুধুমাত্র সংসদীয় কমিটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা চলছে বলে জানিয়েছেন বিজেপির ওই সূত্র।

তবে নন্দীগ্রামে লড়াইটা যে মমতা বনাম শুভেন্দু হতে চলেছে, তা দিনকয়েক আগেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। চূড়ান্ত প্রার্থী তালিকার বৈঠকের জন্য দিল্লিতে উড়ে যাওয়ার আগে পিংলার একটি জনসভা থেকে শুভেন্দু নিজেও সেই ইঙ্গিত দিয়েছিলেন। দাবি করেছিলেন, 'নন্দীগ্রামে আমি মমতা বন্দ্যোপাধ্যায়।' সঙ্গে যোগ করেছিলেন, দল তাঁকে প্রার্থী করলে তিনি নিজে হারাবেন। আর অন্য কাউকে টিকিট দিলেও নিজের কাঁধে দায়িত্ব প্রাক্তন দলনেত্রীকে হারাবেন তিনি। তার আগে জানুয়ারিতে যখন তেখালিতে দাঁড়িয়ে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মমতা, সেদিনও একই সুরে চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু। সেই সময় একটি অংশ থেকে প্রার্থী হিসেবে দিব্যেন্দুর নামও উঠে এসেছিল।

তবে মমতা-শুভেন্দু লড়াই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বঙ্গ বিজেপির নেতারা। বরং শুভেন্দুর দাবি মতো নন্দীগ্রামে মমতাকে ৫০,০০০ ভোট হারানোর বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী তাঁরা। সংবাদসংস্থা এএনআইকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘নন্দীগ্রাম থেকে যে নেতাই প্রার্থী হন না কেন, তিনি মমতাকে ৫০,০০০ ভোট হারাবেন।’ সঙ্গে যোগ করেন, 'যেখান থেকেই নির্বাচনে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলবেন আমাদের প্রার্থীরা।'

কিছুটা হেঁয়ালি করলেও মুকুল রায় স্পষ্ট ইঙ্গিত দেন যে নন্দীগ্রাম থেকে পদ্মফুলের প্রার্থী হচ্ছেন শুভেন্দু। তিনি বলেন, ‘দলের কর্মীরা চান যে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা হোক। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ বিজেপি সূত্রে খবর, চূড়ান্ত সিদ্ধান্ত কার্যত অপেক্ষা হয়ে গিয়েছেন। খাতায়-কলমে অপেক্ষা শুধু সংসদীয় কমিটির অনুমোদনের। তারপরই আজই (শুক্রবার) সম্ভবত ৬০ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

ভোটযুদ্ধ খবর

Latest News

‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.