বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > হাওড়ার বাগনানে তৃণমূল নেতাকে তলোয়ার দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

হাওড়ার বাগনানে তৃণমূল নেতাকে তলোয়ার দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

প্রতীকি ছবি

তৃণমূলের দাবি, ভোটগ্রহণের আগের রাতে বাগনানের বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস চালিয়েছে বিজেপি। তাঁদের বুথ সভাপতিকে তলোয়ার দিয়েছে কুপিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যার জেরে তিনি গুরুতর আহত হয়েছেন।

তৃতীয় দফার ভোটগ্রহণের আগের রাতে হাওড়ার বাগনানে তৃণমূলের বুথ সভাপতিকে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাতে তরবারি নিয়ে বাগনানের ২৩৩ নম্বর বুথের বুথ সভাপতির ওপর তলোয়ার হামলা চালায় বিজেপি। গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তৃণমূলের দাবি, ভোটগ্রহণের আগের রাতে বাগনানের বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস চালিয়েছে বিজেপি। তাঁদের বুথ সভাপতিকে তলোয়ার দিয়েছে কুপিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যার জেরে তিনি গুরুতর আহত হয়েছেন। 

অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, হিংসার রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দের শিকার হয়েছেন ওই ব্যক্তি। অহেতুক বিজেপিকে দোষারোপ করছে। 

স্থানীয় বিজেপি প্রার্থী অনুপম মল্লিক বলেন, ‘তৃণমূল জানে ওদের হার নিশ্চিত। মানুষকে বিভ্রান্ত করতে তাই শেষ বেলায় নতুন গল্প ফাঁদছে। মানুষ জানে এই এলাকায় এতদিন কারা হিংসা করেছে। ভোটমেশিনে তাঁরা জবাব দেবেন।’

 

বন্ধ করুন