
কেষ্টপুরে শুভেন্দুকে কালো পতাকা দেখাল তৃণমূল, হামলা চলল বুলেটপ্রুফ গাড়ির ওপর
১ মিনিটে পড়ুন . Updated: 28 Jan 2021, 10:54 AM IST- বিক্ষোভরত তৃণমূলকর্মীরা কালো পতাকা দিয়ে গাড়ির ওপর পেটাতে থাকেন। এমনকী পুলিশের গাড়ির ওপরও চলে হামলা।
ফের হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। হামলা চালানো হল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার কেষ্টপুরের ঘটনা।
জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রামে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিশাল যোগদান মেলার সভা শেষ করে কলকাতায় আসেন শুভেন্দু অধিকারী। কেষ্টপুরের বারোয়ারিতলা এলাকায় এক জনসভা ছিল তাঁর। অভিযোগ, কেষ্টপুর এলাকায় মাঝেরপাড়ায় রাস্তা ধরে যখন বুলেটপ্রুফ গাড়ি চেপে শুভেন্দু সভাস্থলের দিকে যাচ্ছিলেন তখন তাঁকে কালো পতাকা দেখান স্থানীয় তৃণমূলকর্মীরা। ঘটনায় কনভয় আটকে পড়লে আচমকা পরিস্থিতির অবনতি হয়। বিক্ষোভরত তৃণমূলকর্মীরা কালো পতাকা দিয়ে গাড়ির ওপর পেটাতে থাকেন। এমনকী পুলিশের গাড়ির ওপরও চলে হামলা।
এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও অল্প সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়ে পরিস্থিতি সামলায় পুলিশ। সভাস্থলের দিকে এগিয়ে যায় শুভেন্দুর গাড়ি। এদিন সভামঞ্চে উঠে ঘটনার প্রতিবাদ জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘সিপিএম ক্ষমতায় থাকার সময়েও এখানে অনেক মিটিং, মিছিল করেছি। কিন্তু এমন পরিস্থিতিতে কখনও পড়তে হয়নি।’ আবার সেই মঞ্চে দাঁড়িয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতা সব্যসাচী দত্ত। তিনি বলেন, ‘যা হল তা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে বিজেপি।’