দুবরাজপুরের পর নানুর। ফের ভোটপ্রচারে উত্তেজনা ছড়াল বীরভূমে। রবিবার নানুরের বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার প্রচারে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দীর্ঘক্ষণ গ্রামে আটকে থাকেন বিজেপি প্রার্থী ও কর্মীরা। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
রবিবার দিনভর প্রচার সেরে বিকেলে নানুরের বড়াগ্রামে এক দলীয় কর্মীর বাড়িতে খাওয়ার আয়োজন ছিল। সেখানে পৌঁছতেই চণ্ডীপুরের দিক থেকে সশস্ত্র তৃণমূল কর্মীরা এসে বিজেপি প্রার্থী ও তাঁর অনুগামীদের ঘিরে ফেলে। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। এরই মধ্যে এক তৃণমূলকর্মী বন্দুক বার করে ২ রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। তারকবাবুর দাবি, গুলির লক্ষ্য ছিলেন তিনিই।
খবর যায় পুলিশে। পুলিশ গ্রামে পৌঁছলেও দীর্ঘক্ষণ সেখানেই বন্দি হয়ে থাকেন তারকবাবুরা। পরে তাদের উদ্ধার করে পুলিশ। গ্রামে এখনো উত্তেজনা রয়েছে।
এদিন সকালে দুবরাজপুরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে দুবরাজপুরে। অভিযোগ ভাদুলিয়া গ্রামের কাছে তার গাড়িতে আক্রমণ করে বিজেপি। এর পর দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে।