বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > কানে বন্দুক ঠেকিয়ে মারধর করল কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তৃণমূল নেতার

কানে বন্দুক ঠেকিয়ে মারধর করল কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তৃণমূল নেতার

কেন্দ্রীয় বাহিনীর টহল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

এবার কানে বন্দুক ঠেকিয়ে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আর মারধর যাঁকে করা হল তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সম্পাদক।

ভোট–সপ্তমীতেও একগুচ্ছে অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কোথাও তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আবার কোথাও তৃণমূল কংগ্রেস কর্মী–নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগও রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। এবার কানে বন্দুক ঠেকিয়ে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আর মারধর যাঁকে করা হল তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সম্পাদক। তার জেরে তেতে উঠল রাজ্য–রাজনীতি।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার গুড়ো পাশলা গ্রাম পঞ্চায়েতের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এসে প্রথমেই জানতে চায় কোন দল করিস? তৃণমূল কংগ্রেস বলার সঙ্গে সঙ্গেই মারধর শুরু হয়ে যায়। পাণ্ডবেশ্বরের একটি বুথে মার খেয়ে প্রায় এমই অভিযোগ তুলেছেন সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মী কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

আর নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রুবল আলির অভিযোগ, বুথ থেকে বহুদূরে একটি গাছের তলায় বসেছিলাম। কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ান এসে জিজ্ঞাসা করল, কোন দল করিস? বললাম তৃণমূল কংগ্রেস করি। এখানে কী করছিস? বললাম গাছের তলায় বসে আছি। তারপরই ওরা আমাকে মারধর করতে শুরু করে। এমনকী বলে ফায়ার করে দেব। তারপরই কানে বন্দুক ধরল। আর বাকিরা মারধর করছিল। এই মারের জেরে বাঁ–হাতটা ভেঙে গিয়েছে। পিঠে লাঠির বারি মেরেছে। সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল।

ভোটযুদ্ধ খবর

Latest News

‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.