ভোট–অষ্টমীতে নজিরবিহীন ঘটনা ঘটল বীরভূমে। প্রথম দফা থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছিল। তার মধ্যে শীতলকুচির ঘটনা বাড়তি অক্সিজন জুগিয়েছিল। বৃহস্পতিবার ভোট চলছে চার জেলায়৷ এবার তারই মধ্যে সদলবলে তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিলেন সিআরপিএফ–এর আইজি এসকে মোহান্তি৷ মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে৷ কর্তব্যরত অবস্থায় কীভাবে উনি মন্দিরে পুজো দিলেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন নির্বাচন কমিশন৷
বুধবারই কেন্দ্রীয় বাহিনী এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে লুকোচুরি খেলা খেলেছিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তখন তাঁকে পাওয়া গিয়েছিল তারাপীঠের মন্দির থেকে। আজ তিনি ইন্ডোরে থেকে খেলা করছেন। কারণ বীরভূমে নজরবন্দি রয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ গতকাল সকালে বাড়ি থেকে বেরনোর পর প্রথমে নানুরে গিয়েছিলেন পার্টি অফিসে৷ তারপর আচমকা অদৃশ্য হয়ে যায় তাঁর গাড়ি৷ গতি বাড়িয়ে উধাও হয়ে যান তিনি৷
কিন্তু সিআরপিএফ–এর আইজি কর্তব্যরত অবস্থায় তারাপীঠে যাওয়ার কারণ এখনও অজানা। অষ্টম দফার ভোট চলাকালীন সদলবদলে তারাপীঠে পুজো দিয়েছেন সিআরপিএফ–এর আইজি। কর্তব্যরত অবস্থায় কেন মন্দিরে? এই প্রশ্ন তুলে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। এদিন কমিশনের নজরবন্দি অবস্থায় ভোট দিলেন অনুব্রত মণ্ডল। বোলপুরে বাড়ির পাশেই একটি বুথে মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান তিনি।