বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > গুলি চালিয়েছি বেশ করেছি, বাগদার ঘটনায় আদালতে বললেন ইন্সপেক্টর আসাদুর রহমান

গুলি চালিয়েছি বেশ করেছি, বাগদার ঘটনায় আদালতে বললেন ইন্সপেক্টর আসাদুর রহমান

বৃহস্পতিবার বাগদার রণঘাটে রিভলভার হাতে পুলিশ

এদিন আদালতের ভিতরে ধৃতদের জামিনের আবেদন নিয়ে শুনানির সময় তদন্তকারী আধিকারিক সাক্ষী দিতে কাঠগড়ায় ওঠেন। এর পর ধৃতদের পক্ষের আইনজীবী তাঁকে প্রশ্ন করেন, কেন গুলি চালালেন?

বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণে উত্তর ২৪ পরগনার বাগদায় পুলিশের গুলিচালনার মামলা ঘিরে উত্তেজনা ছড়াল বনগাঁ আদালতে। আদালতের ভিতরে মামলার তদন্তকারী আধিকারিক আসাদুর রহমানের মন্তব্যে উত্তেজিত হয়ে ওঠেন আইনজীবীরা। এমনকী ওই মন্তব্যের জন্য তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে আদালত। জামিন নিয়ে বাড়ি ফিরতে হয় তদন্তকারী আধিকারিককে। 

বৃহস্পতিবার বাগদার রণঘাটে উন্মত্ত জনতাকে লক্ষ্য করে গুলি চালায় রাজ্য পুলিশ। এর পর রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, আত্মরক্ষার স্বার্থে গুলি চালিয়েছে তারা। ঘটনার পর ওই এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করার সময়ই যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। 

এদিন আদালতের ভিতরে ধৃতদের জামিনের আবেদন নিয়ে শুনানির সময় তদন্তকারী আধিকারিক সাক্ষী দিতে কাঠগড়ায় ওঠেন। এর পর ধৃতদের পক্ষের আইনজীবী তাঁকে প্রশ্ন করেন, কেন গুলি চালালেন? জবাবে আসাদুর রহমান বলেন, ‘গুলি চালিয়েছি বেশ করেছি। দরকার হলে এখানেও গুলি চালাবো।’ আদালতের ভিতরে আইনজীবীকে গুলিচালনার হুমকি দেওয়ায় হতবাক হয়ে যান সবাই। এর পর বিচারকের কাছে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আবেদন জানাতে থাকেন আইনজীবীরা। 

আইনজীবীদের দাবি মেনে IPC ৫০২ ধারায় আসাদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন বিচারক। আদালতেই আটক হন পুলিশ আধিকারিক। ১,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন নিতে হয় তাঁকে। এদিনের শুনানির পর মামলাটি ডিএম আদালতে স্থানন্তরের নির্দেশ দেন বিচারক। 

বৃহস্পতিবার পুলিশের গুলিতে কারও মৃত্যু না হলেও আহত হয়েছেন ৩ জন। স্থানীয়দের দাবি মোট ১০ রাউন্ড গুলি চলেছে। পুলিশের তরফে জানানো হয়েছে গুলি চলেছে ৩ রাউন্ড।

 

বন্ধ করুন