ভোটগ্রহণ চলাকালীন আমডাঙায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ সরব হল ISF. আমডাঙা বিধানসভা কেন্দ্রের খুরিগাছি ISF কর্মীদের অভিযোগ, তাঁদের বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূলি দুষ্কৃতীরা। খবর পেয়ে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। পরে সেখানে পৌঁছন ISF প্রার্থী জামালউদ্দিন।
বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণে আমডাঙার খুরিগাছির ১০৩১ ও ১৩২ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ওঠে। ISF-এর দাবি এলাকায় বন্দুক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের গুন্ডারা। বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে তারা। কেন্দ্রীয় বাহিনী এলে তারা স্থানীয়দের বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। ফিরে গেলেই ফের দাপট শুরু হচ্ছে তাদের। ভয়ে ভোট দিতে যেতে পারছেন না গ্রামবাসীরা।
তৃণমূলের পালটা দাবি, এলাকায় ১০ – ১২টি পরিবার ISF সমর্থক। তারাই এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এলাকায় হারবে জেনে আগে থেকে সন্ত্রাসের অভিযোগ করছে তারা।
খবর পেয়ে খুরিগাছি এলাকায় পৌঁছয় আইএসএফ প্রার্থী জামালউদ্দিন। সরাসরি তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, ‘সন্ত্রাস করে ভোটে জিততে চাইছে তৃণমূল। এলাকায় তাদের কোনও সমর্থন নেই। তাই বহিরাগত গুন্ডা নামিয়েছে তারা।’