বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ‘‌আমাকে খুন করা হতে পারে’‌, অমিত শাহের বিরুদ্ধে সরাসরি অভিযোগ মমতার

‘‌আমাকে খুন করা হতে পারে’‌, অমিত শাহের বিরুদ্ধে সরাসরি অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

মন্তেশ্বরের জনসভা থেকে এমন বিস্ফোরক অভিযোগই করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অভিযোগের সঙ্গে সঙ্গে তোলপাড় হয়ে গেল রাজ্য–রাজনীতি।

ভবানীপুরে শাহী প্রচার চলাকালীন বিস্ফোরক অভিযোগ ধেয়ে এলো বর্ধমানের মন্তেশ্বর থেকে। কী সেই বিস্ফোরক অভিযোগ?‌ মন্তেশ্বরের জনসভা থেকে গোটা রাজ্যে তখন শোনা যাচ্ছে, ‘‌স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ ছেড়ে হিংসা ছড়ানোর চক্রান্ত করে চলেছেন। বিরোধিতা করছি। আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে। আমার পা চোট করে দিয়েছেন। এবার খুন করার প্ল্যান করবেন।’‌ মন্তেশ্বরের জনসভা থেকে এমন বিস্ফোরক অভিযোগই করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অভিযোগের সঙ্গে সঙ্গে তোলপাড় হয়ে গেল রাজ্য–রাজনীতি। কারণ রাত পোহালেই ভোট–চতুর্থী। আর তার আগে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

শুক্রবার জেলার বিভিন্ন প্রান্তে তাঁর নির্বাচনী সভা রয়েছে। মন্তেশ্বর, মেমারি–সহ একাধিক জায়গায় সবা রয়েছে তাঁর। আর সেখান থেকেই অমিত শাহকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘‌হোম মিনিস্টার দেশের কাজ করছেন না। অথচ কোথায় কীভাবে কার উপর হামলা করা যায়, কীভাবে পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। সেসব চক্রান্ত করে বেড়াচ্ছেন। তাই আমি মোদীকে বলব, স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন, ওকে কন্ট্রোল করুন। আমি এসব বলছি বলে আমাকে খুনের চক্রান্ত করতে পারে। কিন্তু আমি কিছুতে ভয় পাই না। যতদিন বাঁচব, বলবই। বাঁচলে বাঘের বাচ্চার মতোই বাঁচব।’‌

খুনের পরিকল্পনার কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘‌আজকে দাঙ্গাবাজরা বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডা এনেছে। আর অমিত শাহ কত টাকা আপনার আছে? ভাবছেন চিরদিন এভাবে চলে যাবে! কোটি কোটি টাকা বিলোচ্ছেন! কাড়ি কাড়ি টাকা না! টাকা ছড়াচ্ছেন! ভাবছেন সব কিনবেন টাকা দিয়ে! কিনুন। কত কিনবেন! কতদিন কিনবেন! বলি, এত টাকা পান কোথায়?‌ এত এত টাকা! কত কত খরচ করেন এক একটা মিটিংয়ে?‌ হিসেব দেবেন! আমি জানি, আমি এসব বলার পরেই আপনারা আমায় খুন করার চক্রান্ত করবেন। আর কারও কাছে পাঁচশো টাকা থাকলে এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এল কোথা থেকে? যদি কেউ প্রতিবাদ না করে ভয়ে চুপচাপ থাকে, আমি করবই।’‌

এদিন অমিত শাহকে সরাসরি কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘‌মাথাভাঙায় আমার তফশিলি প্রার্থীকে গতকাল প্ল্যান করে মারা হয়েছে। অমিত শাহ নোজ এভরিথিং। অমিত শাহ সব জানে। বসে বসে সব প্ল্যানিং করছে। হোম মিনিস্টার এখানে বসে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে। মা–বোনেরা ভয় পাবেন না। লড়াই করবেন। হারবেন না। আপনাদের মত থাকলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। শুনুন, আমাদের দলটা খুব মজাদার একটা দল। আমরা ভাবি, যারা আছে আমাদের দলে তারা ছাড়াও সকলে আমাদেরই লোক। বিজেপির মতো ছদ্মবেশী সাধু নই।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.