বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ‘‌গণনার শুরু থেকে শেষ পর্যন্ত গণনাকেন্দ্রেই থাকতে হবে’‌, বৈঠকে নির্দেশ মমতার‌

‘‌গণনার শুরু থেকে শেষ পর্যন্ত গণনাকেন্দ্রেই থাকতে হবে’‌, বৈঠকে নির্দেশ মমতার‌

মমতা বন্দ্যোপাধ্যায়।  (PTI)

দিনের শেষে তৃণমূল কংগ্রেসই জিতছে, তৃণমূল কংগ্রেসই জিতবে।

বুথভেরত সমীক্ষা বলেছে তৃণমূল কংগ্রেস–বিজেপির লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিধানসভা নির্বাচনের শেষ দফা পর্যন্ত জোর টক্কর হয়েছে। তাই আজ ভার্চুয়ালি প্রার্থী ও এজেন্টদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তাঁদের জানান, গণনার শুরু থেকে শেষ পর্যন্ত গণনাকেন্দ্রেই থাকতে হবে। আর টেবিল আঁকড়ে পড়ে থাকতে হবে। কোনও অবস্থাতেই গণনা কেন্দ্র ছাড়া চলবে না। শেষ পর্যন্ত থাকতে হবে। দুই–তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় ফিরবেই তৃণমূল কংগ্রেস। নজর দিতে হবে পোস্টাল ব্যালটে। এই নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন, বিজেপি অন্য কোনও কারচুপি করতে পারে। তাই ইভিএম ছেড়ে যাওয়া যাবে না। আর কারও কাছে কিছু খাবার খাওয়া যাবে না। শুক্রবার দুপুর ৩টের আগে কালীঘাটের বাড়িতে শুরু হয় এই বৈঠক। সূত্রের খবর, ভিডিও কনফারেন্সে প্রত্যেক প্রার্থী, এজেন্টের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, ‘‌বিজেপি ভোট কিনতে চাইবে। কিন্তু কেউ যেন ভয় বা প্রলোভনের কাছে মাথানত করবেন না। কেউ টাকা দিয়ে এজেন্টদের সরিয়ে দিতে পারেন। গণনাকেন্দ্র ছেড়ে যাবেন না। শেষ পর্যন্ত থাকতে হবে।’‌

জানা গিয়েছে, এই বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের প্রচুর আসন আসবে। এটা নিশ্চিত। আমাদের জয় নিশ্চিত যে আসনগুলিতে সেখানে বিজেপি গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে। সতর্ক থাকবেন। একাংশ সংবাদমাধ্যমের সঙ্গে বিজেপির বোঝাপড়া হয়ে গিয়েছে। তাই গণনার শুরু থেকেই হয়ত দেখা যাবে, বিজেপি এগিয়ে গিয়েছে। বাঁকুড়া, জলপাইগুড়ি, কোচবিহার বিশেষ করে উত্তরবঙ্গে আমরা প্রথম দিকে হয়তো পিছিয়ে থাকবো, কিন্তু কেউ মন খারাপ করে উঠে যাবেন না। শেষের দিকে আমাদের জয় হবে। দিনের শেষে তৃণমূল কংগ্রেসই জিতছে, তৃণমূল কংগ্রেসই জিতবে। এক্সিট পোলের কথা উল্লেখ করে তাঁর বার্তা, সমস্ত এক্সিট পোলে তৃণমূল কংগ্রেস এগিয়ে। তাই নিজেদের উপর ভরসা রাখতে হবে।

বন্ধ করুন