বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরুর অপেক্ষা বারাসতে
রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রস্তুতি সারা বারাসতে। বারাসত কলেজ ও প্যারিচরণ সরকার স্কুলে গণনা হবে উত্তর ২৪ পরগনার ৬টি আসনের। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে প্রার্থী ও তাঁদের কাউন্টিং এজেন্টরা। করোনা সার্টিফিকেট ও পরিচয়পত্র পরীক্ষা করে তাঁদের ভিতরে ঢোকাচ্ছেন নিরাপত্তাকর্মীরা।
বারাসাত গভর্নমেন্ট কলেজে গণনা হবে যে বিধানসভাগুলির
১) হাবড়া
২) অশোকনগর
৩) দেগঙ্গা
৪) বারাসাত
বারাসাত প্যারীচরণ সরকার গভর্নমেন্ট হাইস্কুলে দু’টি বিধানসভা কেন্দ্রের গণনা হবে সেগুলি হল
১) আমডাঙা
২) মধ্যমগ্রাম
বারাসাত স্টেডিয়াম লাগোয়া পাশাপাশি এই দুটি গননা কেন্দ্রের সামনে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা । সামনের রাস্তার দু'পাশে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে । গণনার সঙ্গে যুক্ত কর্মীরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ।
ভোটযুদ্ধ খবর