বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > নরেন্দ্র মোদী–অমিত শাহের প্রচারে নিষেধাজ্ঞার দাবি, কমিশনে নালিশ তৃণমূলের

নরেন্দ্র মোদী–অমিত শাহের প্রচারে নিষেধাজ্ঞার দাবি, কমিশনে নালিশ তৃণমূলের

নির্বাচন কমিশনের দফতর। ফাইল ছবি। সৌজন্যে–এএনআই।

বাকি দফার ভোটগুলিতে নরেন্দ্র মোদী ও অমিত শাহের প্রচারে নিষেধাজ্ঞা জারিরও দাবি জানিয়েছে বাংলার শাসকদল৷

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস৷ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধি দল৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, বিজেপি নেতাদের বিরুদ্ধে সক্রিয় হতে দেখা যাচ্ছে না কমিশনকে৷ বাকি দফার ভোটগুলিতে নরেন্দ্র মোদী ও অমিত শাহের প্রচারে নিষেধাজ্ঞা জারিরও দাবি জানিয়েছে বাংলার শাসকদল৷

দিল্লিতে কমিশনের সদর দফতরে যান চার তৃণমূল কংগ্রেস সাংসদ৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’‌ব্রায়েন, শান্তনু সেন এবং প্রতিমা মণ্ডল৷ তৃণমূল কংগ্রেস যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর দুটি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যের উল্লেখ করে বিধিভঙ্গের অভিযোগ করা হয়েছে৷ অভিযোগ, গত ১২ এপ্রিল কল্যাণীর জনসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘‌দিদি মতুয়া সমাজের জন্যও কিছু করেননি, নমঃশূদ্র ভাইবোনেদের জন্যও কিছু করেননি৷’‌ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই মন্তব্য করে আসলে ধর্ম এবং জাতপাতের বিভেদ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় অভিযোগ, গত ১০ এপ্রিল শিলিগুড়ির জনসভায় প্রধানমন্ত্রী কোচবিহারের শীতলকুচির ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন৷ ওই সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‌বিজেপির প্রতি জনসমর্থন দেখে দিদি এবং তার গুন্ডারা বেপরোয়া হয়ে উঠেছে৷’‌ প্রধানমন্ত্রীর এই মন্তব্যও আদর্শ আচরণবিধির পরিপন্থী বলে অভিযোগ রাজ্যের শাসক দলের৷

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস৷ গত ১১ এপ্রিল শান্তিপুরের সভায় অমিত শাহ অভিযোগ করেন, ‘‌কোচবিহারে মৃত আনন্দ বর্মণের মৃত্যুতে সমবেদনা জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি রাজবংশী সমাজের এক যুবক৷’‌ তৃণমূল কংগ্রেসের দাবি, আনন্দ বর্মণের মৃত্যুর খবর পেয়েই সমবেদনা জানিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ অমিত শাহ এই মন্তব্য করে ভেদাভেদের রাজনীতি করার চেষ্টা করেছেন৷

এই ধরনের উক্তি এবং মন্তব্য করার জন্য বাকি দফার ভোটগুলিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ এদিনও ফের তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপির মাঝারি এবং নিচুস্তরের বেশকিছু নেতা এমন কিছু সাম্প্রদায়িক মন্তব্য করছেন, যা আদর্শ আচরবিধির বিরুদ্ধে৷ আবার শীতলকুচির ঘটনা নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন একাধিক বিজেপি নেতা৷ কিন্তু তাঁদের বিরুদ্ধে কমিশন যথেষ্ট পদক্ষেপ করেনি।

ভোটযুদ্ধ খবর

Latest News

হারলেও পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখল CSK, জিতে জায়গা মজবুত করল LSG দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল ধনু, মকর, কুম্ভ, মীন রাশির মধ্যে আজ কারা লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার রাও? বিতর্কে জবাব এল, ‘একটু ফিলার করাই…’ RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? প্রথম দফায় 'বাম্পার' ভোটিং, ‘মোদী-মোদী’ বলে ভোট মানুষের, BJP-র গ্রাফ উঠছে- শাহ অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২০ থেকে একলাফে ৪-এ কেএল রাহুল, বেগুনি টুপি দেখছেন মুস্তাফিজ এককালে যেখানে পোস্টার মেরেছি সেখানে আজ রোড শো করছি-রাজনৈতিক সফর নিয়ে অকপট শাহ ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ India-Pakistan Test Series নিয়ে রোহিত শর্মার দাবিকে সমর্থন করলেন শাহিদ আফ্রিদি

Latest IPL News

দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.