বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > জিতেন তিওয়ারির প্রচারে অংশ নেওয়ায় পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ

জিতেন তিওয়ারির প্রচারে অংশ নেওয়ায় পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ

জিতেন্দ্র তিওয়ারি। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

এর পর সংবাদমাধ্যমকে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী বলেন, ‘এখানে বিজেপি কর্মীদের ওপর লাগাতার হামলা হচ্ছে। প্রশাসন নির্বিকার। আমাদের কর্মীদের ফের রক্তাক্ত করা হয়েছে। প্রায় প্রতিদিনই আমাদের কর্মীদের রক্ত ঝরছে।

ভোটপ্রচারে পাণ্ডবেশ্বরে ফের আক্রান্ত বিজেপি। দলীয় প্রার্থীর অভিযোগ, বুধবার রাতে বিজেপির প্রচারে যোগ দেওয়ায় বিজেপি কর্মীদের মারধর করেছে তৃণমূল। এজন্য প্রতিপক্ষ দলের প্রার্থী ও অনুব্রত মণ্ডলকে দায়ী করেছেন তিনি। সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, ২ মের পর রাজ্যে থাকবে না এসব হানাহানি। 

বুধবার রাতে অন্ডালের শংকরপুরে মিছিল করেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। এর পর দলীয় কর্মীরা বাড়ি ফিরলে তাদের ওপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী রক্তাক্ত হয়েছেন বলে দাবি জিতেনবাবুর।

এর পর সংবাদমাধ্যমকে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী বলেন, ‘এখানে বিজেপি কর্মীদের ওপর লাগাতার হামলা হচ্ছে। প্রশাসন নির্বিকার। আমাদের কর্মীদের ফের রক্তাক্ত করা হয়েছে। প্রায় প্রতিদিনই আমাদের কর্মীদের রক্ত ঝরছে। রক্ত দেখা নরেন চক্রবর্তীর অভ্যাস হয়ে গিয়েছে। আর তাঁকে উসকানি দিচ্ছেন অনুব্রত মণ্ডল।’ 

অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর দাবি, আসানসোল থেকে এলাকায় প্ররোচনা দিচ্ছেন জিতেনবাবুই। 

বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। বিদায়ী বিধায়ককে পাণ্ডবেশ্বর থেকেই প্রার্থী করে বিজেপি। ওদিকে জিতেন তিওয়ারির দলবদলের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পাণ্ডবেশ্বর। বিভিন্ন জায়গায় তাঁকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। 

 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.