বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > দুই মেদিনীপুর–ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার, বিজেপির হারের কারণ কী?

দুই মেদিনীপুর–ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার, বিজেপির হারের কারণ কী?

তিন জেলায় ৩৫টির মধ্যে সিংহভাগ আসনে জয়ী হলেন ঘাসফুলের প্রার্থীরা। ছবি সৌজন্য–এএনআই।

পূর্ব মেদিনীপুর জেলায় ১৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১১টিতে জয়ী হয়েছে।

দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে মুছে গেল বিজেপি। এটা বিজেপির নেতারা প্রত্যাশা করেননি। তিন জেলায় ৩৫টির মধ্যে সিংহভাগ আসনে জয়ী হলেন ঘাসফুলের প্রার্থীরা। এখানে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতারা বারেবারে এসে প্রচার করেছেন। কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে দুই মেদিনীপুর ও জঙ্গলমহলবাসী বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। পূর্ব মেদিনীপুর জেলায় ১৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১১টিতে জয়ী হয়েছে। গতবার হাতছাড়া হওয়া তমলুক, পাঁশকুড়া পূর্ব আসনেও জয় পেল তৃণমূল কংগ্রেস। আবার দেখা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ঘাটাল ও খড়্গপুর সদর বাদে সবক’টি আসনই গিয়েছে তৃণমূল কংগ্রেসে। চমক দেখা গিয়েছে ঝাড়গ্রাম জেলায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ঝাড়গ্রামে বিপুল জয় পেয়েছিল। কিন্তু তিন বছরের মাথায় তা ম্লান হয়ে গেল। জঙ্গলমহলে চারটি আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। কেন এই হাল হল?‌ উঠছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে খবর, এখানে তিনটি ফ্যাক্টর কাজ করেছে। এক, লোকসভা নির্বাচনে জয়ের পরেও এখানকার মানুষের জীবন–জীবিকায় কোনও পরিবর্তন আসেনি। যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দুই, আদি–নব্যের অন্তর্দ্বন্দ্বে সংগঠন কাজ করেনি। আর তিন, বাংলা এবং বাঙালি আবেগ কাজে লাগাতে পেরেছে তৃণমূল কংগ্রেস। ফলে শুভেন্দু অধিকারী যে দাবি করেছিলেন, ৩৫–০ করে দেবো। গোহারা হারাবো। কিন্তু যে সংগঠনের উপর শুভেন্দু ভর করে এগিয়েছিল তা ছিল ফাঁপা।

এদিকে তমলুক বিধানসভায় সৌমেন মহাপাত্র ৮১৭ ভোটে জয়ী হন। চণ্ডীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী প্রায় ১৩ হাজার ৬৩৫ ভোটে জয়ী হয়েছেন। নন্দকুমারের প্রার্থী সুকুমার দে ৫২১৬ ভোটে জয়ী হয়েছেন। পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরোজা বিবি ৮৯০৩ ভোটে জয়ী হয়েছেন। পাঁশকুড়া পূর্ব আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব রায়চৌধুরী ১১ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। খেজুরি বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক ১৭ হাজার ৮৩৯ ভোটে জয়ী হয়েছেন।

কাঁথি আসন বিজেপি জয়ী হলেও এগরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণকুমার মাইতি ১৮ হাজার ৪৫১ ভোটে জয়ী হয়েছেন। পটাশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক ১৫ হাজার ৯০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মহিষাদল কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিলক চক্রবর্তী ২১৩৩ ভোটে জয়ী হয়েছেন। তাহলে কোথায় গেল অধিকারী গড়?‌ এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে।

মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি প্রার্থী জুন মালিয়া জয়ী হয়েছেন। ডেবরায় প্রাক্তন আইপিএস তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবীর, কেশিয়াড়িতে তৃণমূল কংগ্রেসের পরেশচন্দ্র মুর্মু, গড়বেতায় তৃণমূল কংগ্রেসের উত্তরা সিং জয়ী হয়েছেন। আর দলবদলু দুই প্রার্থী সবংয়ের অমূল্য মাইতি ও নারায়ণগড়ের রমাপ্রসাদ গিরি পরাজিত হয়েছেন। সবংয়ে মানস ভুঁইয়া, নারায়ণগড়ে সূর্যকান্ত অট্ট, পিংলায় অজিত মাইতি জয়ী হয়েছেন। দাসপুর ও চন্দ্রকোণাতেও জিতেছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বীরবাহা হাঁসদা ৩৭ হাজার ৯৯৬ ভোটে জয়ী হয়েছেন। বিনপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দেবনাথ হাঁসদা ৩৯ হাজার ৪৯৪ ভোট, গোপীবল্লভপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের খগেন্দ্রনাথ মাহাত ২৩ হাজার ৭৬৮ ভোটে এবং নয়াগ্রামে তৃণমূল কংগ্রেসের দুলাল মুর্মু ২২ হাজার ৬১৯ ভোটে জয়ী হয়েছেন। এক্ষেত্রে অনেকে বলছেন, এখানে ছত্রধর মাহাতোই নেপথ্যে নায়ক।

ভোটযুদ্ধ খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.