মোটের উপর নির্বিঘ্নেই সপ্তম দফা, বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্ত থাকল মুর্শিদাবাদ
Updated: 26 Apr 2021, 07:46 PM ISTসপ্তম দফায় ৩৭ জন মহিলা-সহ ২৬৮ জন প্রার্থী ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হন।
সপ্তম দফায় ৩৭ জন মহিলা-সহ ২৬৮ জন প্রার্থী ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হন।
বরাবরই হিংসার তালিকায় উপরের দিকে থাকে নাম। তবে এবার বড়সড় হিংসা এড়ানো গেল মুর্শিদাবাদ। রানিনগর, সুতির মতো বিভিন্ন কেন্দ্র দিনভর অশান্তির খবর এলেও ভোট-হিংসায় প্রাণ যায়নি কারও। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই ভোট কাটল সেই জেলায়। তাছাড়া মালদহ থেকেও বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির খবর এসেছে। তাছাড়া মোটের উপর নির্বিঘ্নেই মিটল সপ্তম দফার ভোট। নির্বাতন কমিশন সূত্রে খবর, বিকেল পাঁচটা পর্যন্ত ৭৫.০৬ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন কমিশন : সপ্তম দফায় বিকেল পাঁচটা পর্যন্ত ৭৫.০৬ শতাংশ ভোট পড়েছে। চূড়ান্ত পরিসংখ্যান অবশ্য এখনও পাওয়া যায়নি।
মুর্শিদাবাদ : চলছে ইভিএম সিলের কাজ।
শেষ সপ্তম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার হবে শেষ তথা অষ্টম দফার ভোট।
বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.০৬ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ভোটদানের হার ৮০.২১ শতাংশ। মালদহে ভোট পড়েছে ৭৮.৭৬ শতাংশ। মুর্শিদাবাদে সর্বাধিক ৮০.৩ শতাংশ ভোট পড়েছে। পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ৭০.৩৪ শতাংশ। দক্ষিণ কলকাতায় সবথেকে কম ৫৯.৯১ শতাংশ ভোট পড়েছে।
কলকাতা বন্দর : পাহাড়পুরে সংঘর্ষ তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে। তৃণমূলের দাবি, ভোট দিতে যান কংগ্রেস প্রার্থী মহম্মদ মোক্তার। সেই সময় ভোটারদের প্রভাবিত করছিলেন। তার প্রতিবাদ করতেই মারধর করা হয়। পালটা কংগ্রেসের অভিযোগ, উস্কানি দিয়েছে তৃণমূল। দু'পক্ষের মধ্যে ইটবৃষ্টি হয়। আহত হয়েছেন কয়েকজন।
মালতীপুর : দক্ষিণ জালালপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বিরুদ্ধে। তাঁকে হাসপাতালে ভরতি করা হযেছে। তা নিয়ে এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মহিলাদের।
সোমবার ভবানীপুর কেন্দ্রে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪ টে ৫ মিনিট নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন কেন্দ্রে হুইলচেয়ার করে আসেন। হাজির ছিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ও। দেখুন ভিডিয়ো -
সোমবার রাজ্যের সপ্তম দফা নির্বাচনে দক্ষিণ কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশন্যাল স্কুলে ভোট দিলেন দেব।
ভোটার তালিকায় মৃত!, অগত্যা ভোট না দিয়েই বাড়ির পথে তিন 'মৃত' ভোটার – আরও পড়ুন।
রানিনগর : দুই তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পরে সেখানে আসেন জেলা তৃণমূল সভাপতি। তাঁকে 'গো ব্যাক' স্লোগান দেন তৃণমূল কর্মীররাই।
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে বসেই ভোট দিতে গেলেন।
দুর্গাপুর পূর্ব : মলানদিঘিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। ঘাসফুল শিবিরের দাবি, দলীয় অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সেখান মুড়ি বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিয়োগ উঠেছে। তৃণমূলের দাবি, নিজেদের খাওয়ার জন্য মুড়ি রাখা হয়েছিল।
বুথ পরিদর্শনের সময় 'জয় শ্রীরাম' ধ্বনির মুখে পড়লেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। সেরকমই একটি বুথের কাছে তৃণমূল ক্যাম্পে যান। তৃণমূল ক্যাম্পের একেবারে উলটো দিকেই বিজেপির ক্যাম্প। সেখান থেকে 'জয় শ্রীরাম' ধ্বনি তোলা হয়। দেখুন -
খিদিরপুরে এক যুবকের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল কলকাতা বন্দরের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। ওই যুবককে চড় মারা হয় বলেও অভিযোগ। ওই যুবক কেঁদে ফেলেন। বিস্তারিত দেখুন ভিডিয়োয়
করোনার বাড়বাড়ন্তে মিলল না চিকিৎসকের অনুমতি, ভোট দিতে পারলনে না বুদ্ধদেব – আরও পড়ুন
ফিরহাদ হাকিমকে দেখে জয় শ্রীরাম, বিজেপির বুথের সামনে উল্লাস – আরও পড়ুন
পরিচয়পত্র থাকলে প্রার্থীকে বুথে ঢুকতে বাধা নয়, নিশ্চিত করতে কমিশনের – আরও পড়ুন
প্রার্থীকে বাধা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, উত্তপ্ত রাসবিহারী কেন্দ্র – আরও পড়ুন
দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.১২ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ভোটদানের হার ৫৮.৮৩ শতাংশ। মালদহে ভোট পড়েছে ৫৮.১ শতাংশ। মুর্শিদাবাদে সর্বাধিক ৬০.৫ শতাংশ ভোট পড়েছে। পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ৫০.৪৭ শতাংশ। দক্ষিণ কলকাতায় সবথেকে কম ৪১.৬৬ শতাংশ ভোট পড়েছে।
মণ্ডল সভাপতিকে 'আটক', পুলিশের সঙ্গে বচসায় বালিগঞ্জের বিজেপি প্রার্থী – আরও পড়ুন
বার্নপুরে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।জমায়েত হটানো নিয়ে নির্দেশ দিয়েছিল পুলিশ। প্রার্থীর সঙ্গে বেশি লোক নিয়ে আপত্তি তোলা হয়। তা নিয়ে এএসআইয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সায়নী। তারইমধ্যে ওই পুলিশকর্মীর নাম জানতে চান। তখন পুলিশ আধিকারিক বলেন, ‘মাই নেম এম মণ্ডল…. অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর অফ পুলিশ’।
সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৭২ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ভোটদানের হার ৩৯.৫৯ শতাংশ। মালদহে ভোট পড়েছে ৪০.১৫ শতাংশ। মুর্শিদাবাদে সর্বাধিক ৪২.৪৩ শতাংশ ভোট পড়েছে। পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ৩৪.১৭ শতাংশ। দক্ষিণ কলকাতায় সবথেকে ২৭.৫৬ শতাংশ ভোট পড়েছে।
বুথের মধ্যে তৃণমূলের এজেন্টের শ্লীলতাহানির অভিযোগ বিজেপির এজেন্টের বিরুদ্ধে - আরও পড়ুন।
ভোটগ্রহণের মধ্যেই বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব ফিরহাদ – আরও পড়ুন।
ভোট দিতে যাওয়ার পথে চাঁচলে দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ, রতুয়াতেও গণ্ডগোল – আরও পড়ুন।
সংখ্যালঘু ভোট, কয়লা বলয় থেকে শুরু করে আদিবাসী ভোট, পুর পরিষেবা - বাংলার সপ্তম দফা নির্বাচনে গুরুত্বপূর্ণ হতে চলেছে একাধিক ইস্যু। তার আগে সপ্তম দফার ভোটের গুরুত্ব এবং ২০১৬ সালের বিধানসভা ভোট ও ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে কোন আসনে কে এগিয়ে আছে, তা দেখে নিন ভিডিয়োয়।
এজেন্টের মাথায় 'মমতা টুপি', রেগে গিয়ে খুললেন অগ্নিমিত্রা – আরও পড়ুন।
‘গণতন্ত্র বাঁচাতে’ ভোট দিয়েই মোদীকে তোপ দাগলেন নুসরত জাহান – আরও পড়ুন।
ভবানীপুর : চেতলার শ্রী শ্রী অ্যাকাডেমিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে ‘বাধা’ কেন্দ্রীয় বাহিনীর। পরে ঢুকতে দেওয়া হয় তাঁকে।
রাসবিহারী : বিদ্যাভারতী স্কুলের বুথের মধ্যে বিজেপি প্রার্থীর এজেন্ট মোহন রাওয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। তাঁকে আটক করেছে নিউ আলিপুর পুলিশ। পুলিশের দাবি, বুথের ভিতরে ঢুকে মহিলাদের হাত ধরে টানাটানি করেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মোহন।
খিদিরপুরে এক যুবকের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল কলকাতা বন্দরের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। ওই যুবককে চড় মারা হয় বলেও অভিযোগ। ওই যুবক কেঁদে ফেলেন। সেই অভিযোগ পেয়ে স্কুটার নিয়ে তাড়া করেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থী।
আসানসোল দক্ষিণ : বার্নপুরের শান্তিনগরে সোনামাটি স্কুলে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। প্রার্থীর সঙ্গে লোকের জমায়েত হটানো নিয়ে নির্দেশ দিয়েছিল পুলিশ। এক পুলিশ আধিকারিক প্রশ্ন করেন, ‘প্রার্থীর সঙ্গে এতজন কেন?’ তাতে নাম জানতে চান সায়নী। ওই পুলিশ আধিকারিক নিজের নাম বলে দেন। বলেন, ‘মাই নেম এম মণ্ডল,…. অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর অফ পুলিশ’।
সকাল ন'টা পর্যন্ত ভোট পড়েছে ১৭.৯৫ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ভোটদানের হার ১৮.৭ শতাংশ। মালদহে ভোট পড়েছে ১৮.৮৪ শতাংশ। মুর্শিদাবাদে সর্বাধিক ১৯.৫৪ শতাংশ ভোট পড়েছে। পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ১৭.০৭ শতাংশ। দক্ষিণ কলকাতায় সবথেকে ১৩.০৯ শতাংশ ভোট পড়েছে।
রাসবিহারী : বুথে ঢুকতে বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ তৃণমূল প্রার্থীর দেবাশিস কুমারের। নব নালন্দা স্কুলে ঢুকতে 'বাধা'। আগেও একাধিক বুথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বালিগঞ্জ : অ্যাসেম্বলি অফ গড চার্চের বুথে ভোটের লাইন।
আসানসোল দক্ষিণ : জেকে নগরে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের দাবি, বুথের ২০০ মিটার দূরেই ক্যাম্প অফিস ছিল। কিন্তু সেখান দিয়ে যাওয়ার সময় ক্যাম্প অফিস ভেঙে দেয়। কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ভোটার কার্ড নেই? চিন্তা করবেন না, অনায়াসে দিতে পারবেন ভোট, কীভাবে জেনে নিন
বালিগঞ্জ : বালিগঞ্জে ভোট দিলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা।
বালিগঞ্জ : পুলিশের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, বিনা কারণে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ তুলেছেন।
হবিবপুর : ২৩০ নম্বর বুথের ভিতরে বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনের অভিযোগ। ফেস্টুন পাওয়া গেল। অভিযোগ পাওয়ার পর তা সরিয়ে দেওয়া হয়। তা নিয়ে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে তৃণমূল।
রানিনগর : বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটেনি। জানিয়ে দিল নির্বাচন কমিশন।
রানিনগর : সেনপাড়ায় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। প্রার্থীর অভিযোগ, সেনপাড়ায় এক বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি। তাঁকে তুলে ধরে বেরিয়ে যেতে গেলে তাঁর গাড়িতে হামলা করা হয়। প্রার্থীর অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে আটকে রাখা হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এক ঘণ্টা পরে পুলিশ উদ্ধার করে তাঁকে। বিষয়টি নিয়ে পুলিশের এক আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
ভবানীপুর : ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন। অভিযোগ করেন, একটি দলকে সুবিধা করে দিতেই আট দফায় ভোট হচ্ছে।
দুর্গাপুর পূর্ব : ২৭৬/১৯৬ বুথে খারাপ ইভিএম। দেরিতে শুরু ভোটগ্রহণ।
মুর্শিদাবাদের রানিনগরে মহিলা ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে -- আরও পড়ুন।
ভোটের আগের রাতে মুর্শিদাবাদের একাধিক জায়গায় বোমাবাজি – আরও পড়ুন।
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য – আরও পড়ুন
ভবানীপুর : ৭১ নম্বর ওয়ার্ডে কাছারিপাড়া গোলাম মোহিনী স্কুলে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে করোনা পালন না করার অভিযোগ। তাঁর দাবি, বিজেপির বিষয়েই চিন্তিত কমিশন। করোনা বাড়ছে নাকি কমছে, তাতে ন্যূনতমও চিন্তিত নয়।
নর্মদা রায় (কুশমণ্ডি), নীহাররঞ্জন ঘোষ (চাঁচল), অশোক লাহিড়ি (বালুরঘাট), শোভনদেব চট্টোপাধ্যায় (ভবানীপুর), রুদ্রনীল ঘোষ (ভবানীপুর), সুব্রত মুখোপাধ্যায় (বালিগঞ্জ), ফুয়াদ হালিম (বালিগঞ্জ), সায়নী ঘোষ (আসানসোল দক্ষিণ), অগ্নিমিত্রা পাল (আসানসোল দক্ষিণ), ঐশী ঘোষ (জামুড়িয়া), আভাস রায়চৌধুরী (দুর্গাপুর-পূর্ব), ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর)।
সপ্তম দফায় মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট পরিচালনার কাজে যুক্ত থাকবে ৬৫৩ কোম্পানি বাহিনী। আসানসোল-দুর্গাপুরে ১৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। জেলাভিত্তিক বাহিনী মোতায়েনের নিরিখে দক্ষিণ দিনাজপুরে থাকবে ১০৮ কোম্পানি এবং মালদহে থাকবে ১২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে ১০২ কোম্পানি বাহিনী থাকবে সুরক্ষার দায়িত্বে। কলকাতা দক্ষিণে ৬৩ কোম্পানি বাহিনী থাকবে।
মুর্শিদাবাদ : সুতিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। নিজেদের স্থানীয় হিসেবে দাবি করে একাংশের অভিযোগ, বাড়িতে-বাড়িতে ঢুকে বিজেপিকে ভোট দেওয়ার চাপ দেওয়া হচ্ছে। বিভিন্ন জলের দেওয়াল লিখন মুছে নেওয়ার নিদান দেওয়া হয়েছে। নাহলে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। প্রতিক্রিয়া মেলেনি কেন্দ্রীয় বাহিনীর।
নরেন্দ্র মোদী : আজ পশ্চিমবঙ্গের সপ্তম দফার ভোট হচ্ছে। যাবতীয় করোনাভাইরাস বিধি মেনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।
মুর্শিদাবাদ : তেঁতুলিয়ায় রাতভর বোমাবাজির অভিযোগ বিরুদ্ধে। ভোটারদের ভয় দেখানোর জন্য বোমাবাজি হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, বিজেপির দলীয় কার্যালয়ে ভোট হচ্ছে। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই ভয় দেখানো হচ্ছিল। ঘটনায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূের।
শুরু হল রাজ্যের সপ্তম দফার ভোটগ্রহণ।
সপ্তম দফায় মোট ভোটারের সংখ্যা ৮১.৮৮ লাখ। মহিলা ভোটার ৩৯.৮৭ লাখ। তৃতীয় লিঙ্গের ভোটার ২২১। মোট বুথের সংখ্যা ১১,৩৭৬।
কয়লা বন্দর : গার্ডেনরিচের একটি বুথে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সপ্তম দফার ভোটের গুরুত্ব এবং ২০১৬ সালের বিধানসভা ভোট ও ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে কোন আসনে কে এগিয়ে আছে, তা দেখে নিন ভিডিয়োয়।
কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।
কয়লা বলয়, সিন্ডিকেট থেকে শুরু করে সংখ্যালঘু ভোট, পুর পরিষেবা - সপ্তম দফা নির্বাচনে গুরুত্বপূর্ণ হতে চলেছে একাধিক বিষয়। আজ (সোমবার) পাঁচ জেলার ৩৪ টি আসনে ভোটগ্রহণ হবে। জেলাভিত্তিক সমীকরণের উপর সপ্তম দফার ভোটভাগ্য নির্ধারিত হবে। এই দফায় ৩৭ জন মহিলা-সহ ২৬৮ জন প্রার্থী ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হয়েছেন।