বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > West Bengal Election Result 2021: ভোটে হেরে BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের নীতিতে 'ভুলত্রুটি' খুঁজে পেলেন দিলীপ

West Bengal Election Result 2021: ভোটে হেরে BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের নীতিতে 'ভুলত্রুটি' খুঁজে পেলেন দিলীপ

দিলীপ ঘোষ। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

বিজেপির রাজ্য সভাপতি জানান,‘‌আমাদের প্রচারের পদ্ধতিতে অনেক ভুল ছিল।’‌

বাংলায় বিজেপির ভরাডুবির দায় এবার কেন্দ্রীয় নেতৃত্বের ওপর চাপালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কার্যত নিজেদের ভরাডুবির দায় স্বীকার করে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‌আমাদের প্রচারের পদ্ধতিতে অনেক ভুল ছিল।’‌

সম্প্রতি তৃণমূলের কাছে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। অমিত শাহ বাংলায় একের পর এক প্রচার করে বলে গেছেন, এই বার বিজেপির ২০০ পার।কিন্তু ২০০ পার তো দূরের কথা, ১০০–এর গণ্ডি পার করতে পারেনি। ৭৭টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রীতিমতো দিশেহারা রাজ্য বিজেপি। নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে রাজ্য বিজেপি সভাপতি জানান,‘‌আমি মনে করি, আমাদের প্রচারে নীতিগত কিছু ত্রুটি ছিল। আমাদের কোথাও কোথাও মানুষের মন বুঝতে পারিনি। দলের নীতি কেন্দ্রীয় নেতৃত্বের দিয়ে নির্ধারিত হয়। সেখানেই কিছু ভুলত্রুটি ছিল। আমাদের আত্মবিশ্লেষণের দরকার রয়েছে।’‌

ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, জঙ্গলমহলে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‌ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের বেশ কিছু জায়গায় আমরা আমাদের জেতা আসনগুলি হারিয়েছি। কিন্তু এই আসনগুলি আমরা কেন হারালাম, সেই বিষয়টিকে বিশ্লেষন করা দরকার।’‌ নির্বাচন চলাকালীন যেভাবে রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছিল।বিশেষ করে ষষ্ঠ দফার আগে রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় যেতে শুরু করে।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির ভরাডুবির জন্য কি করোনা পরিস্থিতি দায়ী?‌এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি মনে করেন,‘‌আমার মনে হয় না, করোনা পরিস্থিতি আমাদের ভরাডুবির কারণ। তাই যদি হবে, তাহলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় কেন আসন কমল।পশ্চিম বর্ধমান ও বীরভূমে যেখানে আমাদের সাংগঠনিক শক্তি বেশি ছিল, সেখানেও তো আমাদের আসন সংখ্যা কমেছে।এটা কেন হল?‌’‌

একইসঙ্গে দলের এই ভরাডুবির পিছনে বিজেপির আদি ও নব্য বিজেপির লড়াইকেও উড়িয়ে দিচ্ছেন না দিলীপ ঘোষ। তিনি বলেন, '২০১৯ সালে তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছিলেন, তাঁরা জিতেছিলেন। কিন্তু এবারে বিধানসভা ভোটে সব উল্টে গেল।দলের আদি কর্মীদের মধ্যে নব্য কর্মীদের প্রতি একটা অসন্তোষ কাজ করেছে।এই বিষয়টিকেও আমরা খতিয়ে দেখছি।'

বন্ধ করুন