স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের সদর দফতরে অগ্নিকাণ্ডের তদন্তে ৭ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করল রাজ্য সরকার। সোমবার সন্ধ্যায় বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের সমান্তরাল তদন্ত করলে দমকল, রেল ও কলকাতা পুলিশ। ভয়াল সেই আগুনে এখনো পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে ৪ জন দমকলকর্মী।
সোমবার সন্ধ্যায় স্ট্র্যান্ড রোডের নব কয়লাঘাটা ভবনের শীর্ষতলে বিধ্বংসী আগুন লাগে। আগুন নেভাতে লিফটে করে ওপরে উঠে দগ্ধ হয়ে মৃত্যু হয় ৯ জনের। রাত ১১টা নাগাদ আগুন আয়ত্বে আসার পর দেহগুলি একে একে উদ্ধার করা হয়। কিন্তু একই সঙ্গে প্রশ্ন ওঠে, কেন আগুন লাগার পর ভবনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হল না। কেন আগুনের অকুস্থলে পৌঁছতে সমস্ত নিয়ম ভেঙে লিফট ব্যবহার করলেন দমকল কর্মীরা?
সোমবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ডের জন্য রেলকে দোষেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘ঘটনাস্থলে হাজির ছিলেন না রেলের কোনও আধিকারিক। ভবনের ম্যাপ চেয়েও পায়নি দমকল।’
মঙ্গলবার ভবন পর্যবেক্ষণে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। তবে আগুন লাগা ও মৃত্যুর কারণ সরেজমিনে খতিয়ে দেখবে ৭ সদস্যের বিশেষ দল।