আজ বাংলার ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। আর চলতি বছরের লোকসভা ভোটে বিজেপির তুলনায় তৃণমূল তাদের শক্তিবৃদ্ধি করেছে রাজ্যে। তবে গত অগস্ট মাসের আরজি কর কাণ্ডে অস্বস্তিতে পড়েছে শাসকদল। কিন্তু সেই ঘটনার প্রভাব কি এই উপনির্বাচনে পড়বে? সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংরার উপনির্বাচনের যাবতীয় লাইভ আপডেট পেতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার এই লাইভ ব্লগে।
বাংলার কোথায় কত ভোট পড়েছে?
নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলার ছয় আসনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৬৯.২৯ শতাংশ। সিতাইয়ে ভোটের হার ৬৬.৩৫ শতাংশ, মাদারিহাটে ভোট পড়েছে ৬৪.১৪ শতাংশ, তালড্যাংরায় ভোট পড়েছে ৭৫.২ শতাংশ, মেদিনীপুরে ভোটের হার ৭১.৮৫ শতাংশ, নৈহাটিতে ভোটের হার ৬২.১ শতাংশ এবং হাড়োয়াতে ভোট পড়েছে ৭৩.৯৫ শতাংশ।
তালড্যাংরায় বুথের ভিতরে ব্যাজ পরে তৃণমূল কর্মী, খুলে দিলেন প্রিসাইডিং অফিসার
তালড্যাংরা বিধানসভার উপনির্বাচনে ৭৪ নং বুথে তৃণমূলের দলীয় প্রতীক লাগানো ব্যাচ পরে পোলিং বুথের ভেতরে কর্মরত তৃণমূলের পোলিং এজেন্ট বৈদ্যনাথ গোস্বামী। প্রিসাইডিং অফিসার দাবি করেন, তিনি বিষয়টা দেখেননি বলে নিজে গিয়ে ওই ব্যাচ খুলে ওই তৃণমূল কর্মীর পকেটে ঢুকিয়ে দেন।
ভোটের মধ্যেই মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব?
পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুর শহরের চার নম্বর ওয়ার্ডের তাঁতিগেড়িয়া এলাকার ২৮৩ নম্বর বুথে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ। কাউন্সিলর ও তার স্বামীকে প্রকাশ্য রাস্তায় চড়, কিল, ঘুষি মারা হয় বলে অভিযোগ! তৃণমূলের অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ।
বাংলার কোথায় কত ভোট পড়েছে?
নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলার ছয় আসনে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৫৯.৯৮ শতাংশ। সিতাইয়ে ভোটের হার ৫৮ শতাংশ, মাদারিহাটে ভোট পড়েছে ৪৬.১৮ শতাংশ, তালড্যাংরায় ভোট পড়েছে ৬৫ শতাংশ, মেদিনীপুরে ভোটের হার ৬১.৫৪ শতাংশ, নৈহাটিতে ভোটের হার ৫২.৪ শতাংশ এবং হাড়োয়াতে ভোট পড়েছে ৬৩.১১ শতাংশ।
ভোটারদের প্রভাবিত করার চেষ্টা কেন্দ্রীয় বাহিনীর, দাবি তৃণমূল নেতার
সিতাই বিধানসভা উপনির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাঁদের এক্তিয়ারের বাইরে এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এমনটাই অভিযোগ বিধানসভার ২৭৬ নং বুথের পঞ্চায়েত সদস্যের স্বামীর।
বাংলার কোথায় কত ভোট পড়েছে?
নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলার ছয় আসনে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৪৫.৫৯ শতাংশ। সিতাইয়ে ভোটের হার ৪৫ শতাংশ, মাদারিহাটে ভোট পড়েছে ৪৬.১৮ শতাংশ, তালড্যাংরায় ভোট পড়েছে ৪৮ শতাংশ, মেদিনীপুরে ভোটের হার ৪৬.২৪ শতাংশ, নৈহাটিতে ভোটের হার ৩৯.৭৫ শতাংশ এবং হাড়োয়াতে ভোট পড়েছে ৪৭.১ শতাংশ।
বাহিনীর বিরুদ্ধে ‘এজেন্টের কাজ’ করার অভিযোগ রথীনের
তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ হাড়োয়ায় অভিযোগ করলেন, প্যারা মিলিটারি ফোর্স এজেন্টের কাজ করছে। তিনি বলেন, 'বিরোধীরা এজেন্ট বসাতে না পারলে আমাদের প্রার্থীর সঙ্গে যোগাযোগ করুক। তাহলে আমরাই এজেন্ট বসিয়ে দিয়ে আসব।'
ভোট দিলেই মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি
ভোট দিলেই তৃণমূলের তরফ থেকে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি! এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়ি পাল থানার চার নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের চার লোহাটিকরি প্রাথমিক বিদ্যালয় বুথ এলাকায়। ছবিতে দেখা যাচ্ছে, লোহাটিকরি বুথে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুটা দূরে ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা। অবশ্য তৃণমূল কর্মীরা সংবাদমাধ্যমের সামনে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন।
বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলার অভিযোগ
মুজনাই থেকে বাঙ্গাবাড়ী যাওয়ার সময় মাদারিহাট উপনির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাথর দিয়ে তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনায় আক্রান্ত হন প্রার্থী নিজেও।
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ
কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় তৃণমূল এজেন্ট এবং ভোটারদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। তাঁর আরও দাবি, বেশ কিছু জায়গায় ইভিএম খারাপ, বুথে পর্যাপ্ত আলো নেই, ভোটারদের জন্যে বুথের বাইরে শেড বা ত্রিপল দেওয়া নেই। তাঁর আরও অভিযোগ, ভোট প্রভাবিত করতে বহিরাগতদের নিয়ে আসা হয়েছে।
পুলিশের বিরুদ্ধে তোপ বিজেপি প্রার্থীর
অকারণে দলীয় কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। মেদিনীপুর বিটি কলেজে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘বিজেপি কার্যকর্তারা যাতে ভোট পরিচালনা করতে না পারে সেই জন্য তাঁদেরকে গ্রেফতার করা হচ্ছে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, বর্তমান রাজ্য কমিটির সদস্য ধিমান কোলেকেও পুলিশ আটক করে রেখেছে।’
বিজেপি প্রার্থীর ওপর হামলা
মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। দাবি করা হচ্ছে, ঘটনাটি ঘটেছে মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুজনাই গ্রামে।
বিজেপির এজেন্টের সঙ্গে বচসা তৃণমূল সাংসদের
বিজেপি পোলিং এজেন্টকে হুমকির অভিযোগ তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সিতাই বিধানসভা বসেরটারি জুনিয়র হাইস্কুলে। প্রার্থী বা এজেন্ট ছাড়া দলের অন্য কেউ কী করে বুথে ঢোকেন সেই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি এজেন্ট। এই নিয়ে শুরু হয় বচসা। এদিকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন বলে জানান বিজেপি প্রার্থী দীপক কুমার রায়।
মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ
মাদারিহাট বিধানসভার মুজনাই চা বাগানের ১৪/৬০ নম্বর বুথে বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ঘিরে বিক্ষোভ চা শ্রমিকদের।
শালবনীতে বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনী থানার সাতপার্টিতে বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যেই আহত বিজেপি নেতাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল।
জওয়ানদের সঙ্গে বচসা তৃণমূল প্রার্থীর
সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিতাই ব্লকের দক্ষিণ কোনাযাত্রার একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে বচসা তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
কোথায় কত ভোট পড়েছে?
সকাল ৯টা পর্যন্ত বাংলার ছয় আসনের মধ্যে ভোটদানের হারে এগিয়ে বাঁকুড়ার তালড্যাংরা। সেখানে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৮ শতাংশ। এ ছাড়া নৈহাটিতে ১৪.৫১ শতাংশ, হাড়োয়ায় ১৪.৮, মেদিনীপুরে ১৪.৩৬ এবং মাদারিহাটে ১৫ শতাংশ ভোট পড়ল। এখনও পর্যন্ত সবচেয়ে কম ১২ শতাংশ ভোট পড়েছে সিতাইয়ে।
মাদারিহাট জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত বিজেপি
মাদারিহাট কেন্দ্রের উপনির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী। তিনি সংবাদসংস্থা এএনআইকে বলেন, 'মাদারিহাটের মানুষ ২০১৪ সাল থেকে বিজেপিকে আশীর্বাদ করে আসছে... আমি নিশ্চিত যে এই উপ-নির্বাচনে নারীদের উপর সংঘটিত নৃশংসতার উত্তর জনগণ দেবে... আমরা ১০০% জিতব।'
হাড়োয়ায় অধিকাংশ বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি বিজেপি
হাড়োয়া বিধানসভা কেন্দ্রে অধিকাংশ বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি। এই আবহে বিজেপি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে। এই নিয়ে প্রার্থী বিমল দাস বলেন, 'তৃণমূল রাতের অন্ধকারে আমার এজেন্টকে ভয় দেখিয়েছে। বিভিন্ন বুথ থেকে আমার এজেন্টকে বার করে দেওয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনে অভিযোগ জানাব এই নিয়ে।'
সিপিআইএমএল এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ
নৈহাটির সিপিআইএমএল-এর এজেন্টের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নৈহাটির বিভিন্ন বুথে এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগও উঠেছে।
তৃণমূল প্রার্থীকে বাধা কেন্দ্রীয় বাহিনীর
নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে-কে চিনতে না পেরে বাধা কেন্দ্রীয় বাহিনীর। পরে এই নিয়ে তৃণমূল প্রার্থী বলেন, ‘ঘটনার বিষয়ে কমিশনকে জানাব। অবশ্য এটাই এদের চরিত্র। নরেন্দ্র মোদীর নির্দেশেই ওরা এসব করছে।’
বিজেপি নেতাকে গৃহবন্দি করে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
মেদিনীপুর সদর ব্লক চন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতা নয়ন দে-কে নাকি গৃহবন্দি করেছে পুলিশ। এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর।
হাড়োয়ায় বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা তৃণমূল এজেন্টের
হাড়োয়ার সদরপুর ২০০ নম্বর বুথে বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূলের বুথ এজেন্ট। এহেন পরিস্থিতিতে দু’দলের কর্মী-সমর্থকেরা জড়ো হয় বুথের বাইরে। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। জমায়েত করা ব্যক্তিদের বুথের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়।
বুথের সামনে তৃণমূলের দেওয়াল লিখন
সকাল থেকে শুরু হয়েছে হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ। তবে এ দিন ভোট শুরুর পর দেখা যায়, ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন রয়েছে। সেই অভিযোগ পেয়েই দ্রুত নির্বাচন কমিশনের তরফ থেকে মোছা হল শাসকদলের ভোট প্রচারের দেয়াল লিখন। জানা যায়, ১২১ এর ২৭/২৮ নম্বর বুথের সামনেই হাড়োয়ার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের নাম সহ তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন আঁকা ছিল একটি দেওয়ালে।
মন্দিরে পুজো দিয়ে বুথ পরিদর্শনে মাদারিহাটের বিজেপি প্রার্থী
মাদারিহাট বিধানসভার বিজেপি প্রার্থী রাহুল লোহার মন্দিরে পুজো দিয়ে বুথ পরিদর্শনে রওনা দেন আজ সকাল সকাল।
বড়মার কাছে পুজো দিয়ে দিন শুরু তৃণমূল প্রার্থী সনৎ দে-র
নৈহাটি উপনির্বাচনের দিন সকালেই বড়মার কাছে পুজো দিয়ে দিন শুরু করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে। ভোট গ্রহন শুরু হতেই দেখা যায়, প্রার্থী বাড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান নৈহাটি অরবিন্দ রোডের বড়মার মন্দিরে।
বিজেপি এজেন্টকে বসতে বাধা!
নৈহাটির ৬৩ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই আবহে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র। তিনি বলেন, ‘তৃণমূলই আমার এজেন্টকে বুথে ঢুকতে দেয়নি। আমি এসে তাঁকে বুথে ভেতর বসাই। কমিশনের কাছে বিষয়টি জানাব।’ যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
লোকসভা নির্বাচনের নিরিখে হাড়োয়ায় এগিয়ে কে?
হাড়োয়ায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন হাজি নুরুল ইসলাম। জয়ের মার্জিন ছিল ৮০,৯৭৮। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেই বিধানসভা লিড আরও বাড়িয়ে নিয়েছিলেন। সন্দেশখালির অস্বস্তির মধ্যেও ১১০,৯৯১ ভোটের লিড পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন ১,৪৫,৩৫৬। আর তৃতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছিলেন ৩৪,২৩৫ ভোট।
লোকসভা নির্বাচনের নিরিখে মেদিনীপুরে এগিয়ে কে?
মেদিনীপুরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বেশ সহজেই জিতেছিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বিজেপি প্রার্থী সমিতকুমার দাসকে ২৪,৩৯৭ ভোটে হারিয়ে দিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে জুনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষপর্যন্ত ২,১৭০ ভোটের লিড পেয়েছিলেন জুন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১,০৯,৯২৬। আর অগ্নিমিত্রা পেয়েছিলেন ১,০৭,৭৫৬ ভোট।
লোকসভা নির্বাচনের নিরিখে তালড্যাংরায় এগিয়ে কে?
তালড্যাংরায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শ্যামলকুমার সরকারকে ১২,৩৭৭ ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। যিনি লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বাঁকুড়া কেন্দ্র থেকে লড়েছিলেন। সেইসময় বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ের পাশাপাশি তালড্যাংরা বিধানসভা কেন্দ্র ৮,৪৩৩ ভোটের লিড পেয়েছিলেন অরূপ। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।
লোকসভা নির্বাচনের নিরিখে মাদারিহাটে এগিয়ে কে?
২০২১ সালের বিধানসভা ভোটে মাদারিহাট থেকে ২৯,৬৮৫ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী রাজেশ লাকড়াকে। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছিলেন মনোজ। বিজেপির টিকিটে দাঁড়িয়ে মাদারিহাট থেকে লিড পেয়েছিলেন। কিন্তু সেটা কমে মাত্র ১১,০৬৩-তে ঠেকেছিল। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক।
লোকসভা নির্বাচনের নিরিখে সিতাইয়ে এগিয়ে কে?
২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিতাই থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। বিজেপি প্রার্থী দীপক রায়কে ১০,১১২ ভোটে হারিয়ে দিয়েছিলেন। তিন বছর পরে লোকসভা ভোটে দাঁড়িয়ে সিতাই থেকে লিড ২.৫ গুণ করে নেন বাসুনিয়া। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এগিয়ে ছিলেন বাসুনিয়া। লিড ছিল ২৮,৩৭৭ ভোটে। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।
তালড্যাংরায় ভোটারদের 'ফিস্ট' করার টাকা দেওয়ার আশ্বাস?
গতরাতে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। তাঁর অভিযোগ, ভোটারদের ফিস্ট করার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেস।
কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল?
রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনের জন্য আজ মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আজ ভোটের সময় বিভিন্ন বুথে মোতায়েন করা হবে ১০২ কোম্পানি বাহিনী। ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে স্ট্রংরুম পাহারার দায়িত্বে। জানানো হয়েছে, সিতাইয়ে ১৮, মাদারিহাটে ১৮, নৈহাটিতে ১৩, হাড়োয়ায় ১৮, মেদিনীপুরে ১৯ এবং তালড্যাংরায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
মাদারিহাটে বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ। এই কারণে এই আসনটি ফাঁকা হয়েছে। আর আজ সেখানে উপনির্বাচন হবে। মাদারিহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রাহুল লোহার। এখানে বামেদের তরফ থেকে প্রার্থী করা হয়েছে আরএসপি-র পদম ওরাওঁকে। আর তৃণমূল এই আসনে প্রার্থী করেছে জয়প্রকাশ টোপ্পোকে।
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
মেদিনীপুরে জুন মালিয়া সাংসদ হওয়ায় বিধায়কের পদ ফাঁকা হয়ে যায়। এই আবহে এই আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে সুজয় হাজরা। আর এখানে বিজেপি প্রার্থী করেছে শুভজিৎ রায়কে। বামেদের তরফ থেকে সিপিআই এখানে প্রার্থী করেছে মণিকুন্তল খামরুইকে।
তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
তালড্যাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী এখন বাঁকুড়ার সাংসদ হয়েছেন। এই আবহে সেই আসনটিও ফাঁকা। আর তাই সেখানে আজ ভোট হবে। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে ফাল্গুনী সিংহকে। বিজেপির প্রার্থী হয়েছেন অনন্যা রায় চক্রবর্তী। এই আসনে সিপিএম প্রার্থী করেছে দেবকান্তি মোহান্তিকে।
সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
সিতাইয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ। এই আবহে সিতাই আসনটি ফাঁকা হয়ে যায়। তাই সেখানে উপনির্বাচন হচ্ছে। সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। এখানে বিজেপির প্রার্থী হলেন দীপক কুমার রায়। বামেদের তরফ থেকে এখানে ফরোয়ার্ড ব্লক প্রার্থী করেছে অরুণ কুমার বর্মাকে।
হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজি নুরুল লোকসভায় লড়ে জয়ী হয়েছিলেন। এই আবহে আসনটি খালি হয়ে যায়। এদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রটিও এখন ফাঁকা। কারণ হাজি নুরুল প্রয়াত হয়েছেন। এই আবহে হাড়োয়া বিধনসভা কেন্দ্র থেকে তৃণমূল এবার প্রার্থী করেছে হাজি নুরুলের ছেলে শেখ রবিউল ইসলামকে। এই আসনে বিজেপি প্রার্থী করেছে বিমল দাস। আর সিপিএম তথা বামেরা আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজিকে সমর্থন করেছেন। কংগ্রেসের প্রার্থী হয়েছেন হাবিব রেজা চৌধুরী।
নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
গত বিধানসভা ভোটে নৈহাটি আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন পার্থ ভৌমিক। পরে লোকসভা ভোটে জিতে তিনি হন সাংসদ। তাই বিধায়কপদ ছেড়ে দেন। এর জেরে নৈহাটির বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায়। তাই আজ সেখানে ভোট। নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রূপক মিত্র। এখানে তৃণমূল প্রার্থী করেছে সনৎ দে-কে। আর বামফ্রন্ট নৈহাটি আসনটি ছেড়ে দিয়েছে সিপিআইএমএল-কে। সেখানে বামেদের প্রার্থী দেবজ্যোতি মজুমদার।
২০২১-এর বিধানসভা নির্বাচনে কার আসনে ছিল কোন আসন?
২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। এদিকে বিগত কয়েক বছরে উপনির্বাচনে শাসকদলেরই দাপাদাপি দেখা গিয়েছে। তবুও মাঝে ব্যতিক্রম ছিল সাগরদিঘি। আর লোকসভা ভোটের পরে আরজি কর ইস্যুতে যে আন্দোলন হয়েছে, তাতে এই উপনির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ। তবে এই উপনির্বাচনে নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া ঘাসফুল শিবির।
আজ রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন
আজ রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। মোট ১৫৮৩টি বুথে আজ ভোটগ্রহণ হবে বাংলায়। এর মধ্যে সিতাইয়ে ৩০০, মাদারিহাটে ২২৬, নৈহাটিতে ২১০, হাড়োয়ায় ২৭৯, মেদিনীপুরে ৩০৪ এবং তালড্যাংরায় ২৬৪টি ভোটগ্রহণ হবে। সিতাইয়ে ভোটারের সংখ্যা ৩,০৫,৫৬৫। মাদারিহাটে ২,২০,৩৪২। নৈহাটিতে ১,৯৩,৮৩৫। হাড়োয়ায় ২,৯১, ৭১৪। তালড্যাংরায় ২,৪১,৪৯৭। মেদিনীপুর আসনে ভোটারের সংখ্যা ২,৯১,৭১৫।